কিছু বই কিছু কথা । নীলাঞ্জন কুমার
খুঁজে যাই । বাপ্পাদিত্য রায়বিশ্বাস। পাঠক ।সত্তর টাকা ।
কিছু প্রকাশক আছে এ বাংলায়, যাঁরা কবির কাছে মোটা টাকার বিনিময়ে তার বই প্রকাশ করে । তাতে কুচ্ছিত বইএর সংখ্যা ঢের বেশি হলেও সামান্য ব্যতিক্রমীও আছে । সেই ব্যতিক্রমীদের ভেতরে যদি : ' যদি চাস্ এখনও ঘিরতে আমায় ওতপ্রোত/ তোর বরাতে তাথৈ নাচে জহরব্রত । ' বা , ' রোদ্দুর পড়ে আছে/ শার্সির গিলোটিনে চারফালা হয়ে । ' -র মতো কবিতার লাইন পাই তবে মন ভালো হয়ে যায় । কবি বাপ্পাদিত্য রায়বিশ্বাসের কাব্যগ্রন্থ 'খুঁজে যাই ' তে তিনি সত্যি সত্যি খুঁজে বেড়িয়েছেন সে ধরনের কবিতা যা তাঁকে ভবিষ্যতে ভালো কবি হিসেবে চিহ্নিত করতে পারে ।
তরুণ কবি বাপ্পাদিত্য- র কবিতার বইয়ের ভেতরে তাঁর জীবন সম্পর্কে পড়ে বুঝতে পারি তিনি বেশ প্রস্তুতি নিয়ে শুরু করেছেন । ছেঁদো কবিদের মতো সাধ মেটাতে আসেননি । সে কারণে তিনি উপরোক্ত লাইনগুলোর মতো লাইন লিখতে পারেন । আবার এই ধরনের পংক্তিও তুলে ধরতে পারেন: ' চাঁদে পাতা ঝকঝকে ন্যারোগেজ লাইন/ জিপসী মেয়ের পাশে পশ্ বলরুম। '। (' এতদিন পর ') কিংবা, ' উপজাতি মাত্রেই জানে/ ইঁদুরেরা স্বাদু হয় প্রবাদের মতো ' ( 'ইঁদুরের স্বাদু হয়' ) -র স্বাদ খুঁজে পেতে হয় না, ধরা দেয় ।
বাপ্পাদিত্য -র কাব্যগ্রন্থের ত্রুটি কিছু ভালো কবিতার সঙ্গে অখাদ্য কবিতা পড়ানোর প্রবণতা । সেগুলো ছেঁটে ফেললে গ্রন্থটি পরিশিলিত হতো । তবে বেশির ভাগ কবিতা ভাণহীন স্বাধীন উচ্চারণ । দেবাশিস সাহা র প্রচ্ছদের বিমূর্ত রূপের সামনে দাঁড়াতে বেশ লাগে ।
খুঁজে যাই । বাপ্পাদিত্য রায়বিশ্বাস। পাঠক ।সত্তর টাকা ।
কিছু প্রকাশক আছে এ বাংলায়, যাঁরা কবির কাছে মোটা টাকার বিনিময়ে তার বই প্রকাশ করে । তাতে কুচ্ছিত বইএর সংখ্যা ঢের বেশি হলেও সামান্য ব্যতিক্রমীও আছে । সেই ব্যতিক্রমীদের ভেতরে যদি : ' যদি চাস্ এখনও ঘিরতে আমায় ওতপ্রোত/ তোর বরাতে তাথৈ নাচে জহরব্রত । ' বা , ' রোদ্দুর পড়ে আছে/ শার্সির গিলোটিনে চারফালা হয়ে । ' -র মতো কবিতার লাইন পাই তবে মন ভালো হয়ে যায় । কবি বাপ্পাদিত্য রায়বিশ্বাসের কাব্যগ্রন্থ 'খুঁজে যাই ' তে তিনি সত্যি সত্যি খুঁজে বেড়িয়েছেন সে ধরনের কবিতা যা তাঁকে ভবিষ্যতে ভালো কবি হিসেবে চিহ্নিত করতে পারে ।
তরুণ কবি বাপ্পাদিত্য- র কবিতার বইয়ের ভেতরে তাঁর জীবন সম্পর্কে পড়ে বুঝতে পারি তিনি বেশ প্রস্তুতি নিয়ে শুরু করেছেন । ছেঁদো কবিদের মতো সাধ মেটাতে আসেননি । সে কারণে তিনি উপরোক্ত লাইনগুলোর মতো লাইন লিখতে পারেন । আবার এই ধরনের পংক্তিও তুলে ধরতে পারেন: ' চাঁদে পাতা ঝকঝকে ন্যারোগেজ লাইন/ জিপসী মেয়ের পাশে পশ্ বলরুম। '। (' এতদিন পর ') কিংবা, ' উপজাতি মাত্রেই জানে/ ইঁদুরেরা স্বাদু হয় প্রবাদের মতো ' ( 'ইঁদুরের স্বাদু হয়' ) -র স্বাদ খুঁজে পেতে হয় না, ধরা দেয় ।
বাপ্পাদিত্য -র কাব্যগ্রন্থের ত্রুটি কিছু ভালো কবিতার সঙ্গে অখাদ্য কবিতা পড়ানোর প্রবণতা । সেগুলো ছেঁটে ফেললে গ্রন্থটি পরিশিলিত হতো । তবে বেশির ভাগ কবিতা ভাণহীন স্বাধীন উচ্চারণ । দেবাশিস সাহা র প্রচ্ছদের বিমূর্ত রূপের সামনে দাঁড়াতে বেশ লাগে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন