সন্ধ্যের ইতিহাস
হরিৎ বন্দ্যোপাধ্যায়
মৃত্যুর মুখ থেকে ফিরে এসে
যদি আমি সন্ধ্যের ইতিহাস লিখি
তাহলে তা হবে একতরফা
রাশি রাশি কালি উঠে আসবে মুখে
আমি একবারও জানার চেষ্টা পর্যন্ত করবো না
আমার কলম কী লিখতে চাইছে
সেও কি আমার পথে হেঁটে যেতে চায়?
তাছাড়া যে সন্ধ্যেকে আমি ভাবছি
অন্ধকারের বুক থেকে উঠে আসা
আদ্যন্ত কালো হয়ে থাকা একটা অস্তিত্ব
বিপরীতটাও হতে পারে
এবং সেটার সম্ভাবনাই সবচেয়ে বেশি -------
অন্ধকারের পাশে থেকে থেকে
আলোর কথায় কান পেতে থাকে সে সারাদিন
হরিৎ বন্দ্যোপাধ্যায়
মৃত্যুর মুখ থেকে ফিরে এসে
যদি আমি সন্ধ্যের ইতিহাস লিখি
তাহলে তা হবে একতরফা
রাশি রাশি কালি উঠে আসবে মুখে
আমি একবারও জানার চেষ্টা পর্যন্ত করবো না
আমার কলম কী লিখতে চাইছে
সেও কি আমার পথে হেঁটে যেতে চায়?
তাছাড়া যে সন্ধ্যেকে আমি ভাবছি
অন্ধকারের বুক থেকে উঠে আসা
আদ্যন্ত কালো হয়ে থাকা একটা অস্তিত্ব
বিপরীতটাও হতে পারে
এবং সেটার সম্ভাবনাই সবচেয়ে বেশি -------
অন্ধকারের পাশে থেকে থেকে
আলোর কথায় কান পেতে থাকে সে সারাদিন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন