আটপৌরে কবিতা
নীলাঞ্জন কুমার
৫০১
গোয়ালিয়র/ লখ্নৌ/কর্ণাটকী
) ঘরানা (
রেওয়াজ চলে আপন ধারায় ।
৫০২
সক্রেটিস/ প্লেটো/ আরিস্টটল
) জ্ঞান (
অনির্বাণ শিখা হয়ে জ্বলে ।
৫০৩
সৃষ্টি/ স্থিতি/ বিনাশ।
) চ্ক্র (
জীবন এভাবে চলছে চলবে ।
৫০৪
ফরমুলা/ থিয়োরি/ প্রাকটিক্যাল
) রসায়ন (
আবিষ্কার করে হাজারো বিস্ময় ।
৫০৫
মন্ত্র/ স্তব/ পুষ্পান্ঞ্জলী
) পূজা(
পৌরহিত্য দক্ষিণা নৈবেদ্য শান্তিজল।
নীলাঞ্জন কুমার
৫০১
গোয়ালিয়র/ লখ্নৌ/কর্ণাটকী
) ঘরানা (
রেওয়াজ চলে আপন ধারায় ।
৫০২
সক্রেটিস/ প্লেটো/ আরিস্টটল
) জ্ঞান (
অনির্বাণ শিখা হয়ে জ্বলে ।
৫০৩
সৃষ্টি/ স্থিতি/ বিনাশ।
) চ্ক্র (
জীবন এভাবে চলছে চলবে ।
৫০৪
ফরমুলা/ থিয়োরি/ প্রাকটিক্যাল
) রসায়ন (
আবিষ্কার করে হাজারো বিস্ময় ।
৫০৫
মন্ত্র/ স্তব/ পুষ্পান্ঞ্জলী
) পূজা(
পৌরহিত্য দক্ষিণা নৈবেদ্য শান্তিজল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন