রি-অ্যাকশন
অতনু রায়
“প্রতিটি ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে” – জেনেও তোমার ভয় কাটে না!লুকিয়ে থাকো আলো আর অন্ধকারের মাঝ রাস্তায় ...
তুমি জানো রাস্তা কারো একার নয়, তবু রাস্তা আগলে বসে থাকো।প্রতিক্রিয়া ফিরতে পারে না, সমান ও বিপরীতে...
এসব কিছুই মিথ্যে, আমি জানি
তুমি তো আসলে ভালোবাসাটুকু মাপো !
গভীর জলে হাবুডুবু খাই যদি
লাইফবোট অপেক্ষায় রাখো ...
--------------------------
অতনু রায়
“প্রতিটি ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে” – জেনেও তোমার ভয় কাটে না!লুকিয়ে থাকো আলো আর অন্ধকারের মাঝ রাস্তায় ...
তুমি জানো রাস্তা কারো একার নয়, তবু রাস্তা আগলে বসে থাকো।প্রতিক্রিয়া ফিরতে পারে না, সমান ও বিপরীতে...
এসব কিছুই মিথ্যে, আমি জানি
তুমি তো আসলে ভালোবাসাটুকু মাপো !
গভীর জলে হাবুডুবু খাই যদি
লাইফবোট অপেক্ষায় রাখো ...
--------------------------
সুন্দর…
উত্তরমুছুনখুব ভাল।
উত্তরমুছুনAti parichito amr kache ..e lekha..khub bhalo bhai
উত্তরমুছুন