রবিবার, ১২ জুলাই, ২০২০

আটপৌরে কবিতা ৪৫১- ৪৫৫ || নীলাঞ্জন কুমার || ধারাবাহিক বিভাগ


আটপৌরে কবিতা
নীলাঞ্জন কুমার



৪৫১

আলু/  পটল/ ঝিঙে
       ) সবজি  (
নিত্যদিন আমাদের সুষম খাদ্য ।

৪৫২

রুই/ কাতলা/ পোনা
      ) মাছ (
প্রোটিন ইমিউনিটির আমিষ উপাদান ।

৪৫৩

তাকৎ/ বল/ শক্তি
   ) ইচ্ছে  (
জীবন যতদিন ঠিক ততদিন ।

৪৫৪

গাঢ়/ ফিকে/ কটকটে
       ) রঙ (
দেখতে দেখতে চোখ সয়!

৪৫৫

মাধুর্য / সৌন্দর্য/ পরিমিত
        ) নন্দন  (
তত্ত্ববোধ না থাকলেও হয় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...