শনিবার, ১৮ জুলাই, ২০২০

আটপৌরে কবিতা || নীলাঞ্জন কুমার || ধারাবাহিক বিভাগ

আটপৌরে কবিতা
নীলাঞ্জন কুমার



৪৮১

কালিদাস / ভবভূতি /ভর্তিহরি
       ) কবি  (
কাকে রেখে কাকে ধরি ।

৪৮২

হরু/  ভোলা/ এন্টনি
     ) কবিয়াল  (
গানে কাঁপতো সারা বাংলা ।

৪৮৩

ক্ষুদিরাম/ প্রদ্যোৎ/  রাজনারায়ণ
       ) বিপ্লবী  (
মেদিনীপুরের গর্বের বীর সন্তান ।

৪৮৪

মাতঙ্গিনী/  প্রীতিলতা/ লক্ষীবাঈ
       ) নারীশক্তি  (
তাদের অস্বীকার করবে কে?

৪৮৫

ব্রাহ্মণ্য /চার্বাক/ বৈষ্ণব
      ) মতবাদ  (
নানা মুনির নানা মত ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...