হীরক বন্দ্যোপাধ্যায় এর কবিতা
মুখে আগুন দাদা💐 হীরক
আমার কষ্টের কথা কাউকে বলবো না বলে একদিন যে শপথ করেছিলাম
আজ তার শেষ দিন, যা ছিল সর্বস্ব দিয়েছি
যা ছিল না তাও
কিছু কি খেলাপ হলো ,তুমি কি ক্ষমা করবে আমায়...এ দেশের লোক গুলো খুব ভালো
কলের মিস্ত্রি বাগানের মালি ডাক্তার থেকে ইঞ্জিনিয়ার মাষ্টার থেকে খন্দকার
সবাই ভালো বন্ধুর মতো বিচরণ করে
চোখে জল এসে যায়
সবাই ভালো বলে বুকে জড়িয়ে ধরলাম
ভিক্টোরিয়া জাদুঘর পাতাল ট্রেন শহীদ মিনার
সব দেখে এসে এখন আমি গাছতলায়...
তবে কয়েকজন মুখে আগুন দেওয়ার জন্য
এখানো কসরত করে যাচ্ছে
পাটকাঠি নিয়ে আসছে
কথা বলতে কষ্ট হচ্ছে, তাকাতে গেলে চোখে হাজার পাওয়ারের বাল্ব
তবু শুনতে পাচ্ছি
আপনি আমাদের বান্ধব আমাদের মেহমান
রক্তের কুটুম পয়সা কড়ি সরিয়ে রেখেছি তাই
তাবলে আপনার এই দুঃখের দিনে
মুখে একটু আগুন দেবোনা....
মুখে আগুন দাদা💐 হীরক
আমার কষ্টের কথা কাউকে বলবো না বলে একদিন যে শপথ করেছিলাম
আজ তার শেষ দিন, যা ছিল সর্বস্ব দিয়েছি
যা ছিল না তাও
কিছু কি খেলাপ হলো ,তুমি কি ক্ষমা করবে আমায়...এ দেশের লোক গুলো খুব ভালো
কলের মিস্ত্রি বাগানের মালি ডাক্তার থেকে ইঞ্জিনিয়ার মাষ্টার থেকে খন্দকার
সবাই ভালো বন্ধুর মতো বিচরণ করে
চোখে জল এসে যায়
সবাই ভালো বলে বুকে জড়িয়ে ধরলাম
ভিক্টোরিয়া জাদুঘর পাতাল ট্রেন শহীদ মিনার
সব দেখে এসে এখন আমি গাছতলায়...
তবে কয়েকজন মুখে আগুন দেওয়ার জন্য
এখানো কসরত করে যাচ্ছে
পাটকাঠি নিয়ে আসছে
কথা বলতে কষ্ট হচ্ছে, তাকাতে গেলে চোখে হাজার পাওয়ারের বাল্ব
তবু শুনতে পাচ্ছি
আপনি আমাদের বান্ধব আমাদের মেহমান
রক্তের কুটুম পয়সা কড়ি সরিয়ে রেখেছি তাই
তাবলে আপনার এই দুঃখের দিনে
মুখে একটু আগুন দেবোনা....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন