মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০

আটপৌরে কবিতা ৪৯৬- ৫০০ || নীলাঞ্জন কুমার || ধারাবাহিক বিভাগ

আটপৌরে কবিতা
নীলাঞ্জন কুমার


৪৯৬

আশীর্বাদ/  শুভেচ্ছা/  অভিনন্দন
         ) আবেগ  (
বড় দামী সবার কাছে ।

৪৯৭

প্রণাম/ নমস্কার/ ।করমর্দন
       ) আচরণ (
শ্রদ্ধার ভালোবাসার প্রিয়তার প্রাণনার ।

৪৯৮

শঙ্খ/ কাঁসর/ ঘন্টা
   ) শব্দ (
পুজো পুজো মুহূর্ত জাগে ।

৪৯৯

জলস্তম্ভ/  জলোচ্ছ্বাস/ বন্যা
     ) বিপর্যয়  (
ত্রাণ হাহাকার অসুখ আশ্রয় ।

৫০০

চড়াৎ/ গুড়গুড়/ গুমগুম
      ) বজ্রপাত  (
প্রকৃতি করেন এমন কম্মোটি !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...