মান্নার বিয়ে
মীনা সাহা
আর ভাল্লাগে না , চোদ্দ বার করে হাত ধোও আর হাত ধোও । কবে যে এসব দেশ থেকে যাবে কে জানে , মরণ! মেয়েটার মাধ্যমিক শেষ হল , ভাবলাম দিনকয়েক কোথাও ঘুরে আসব , পড়া আর পরীক্ষা করে করে জীবনটা একে বারে অতিষ্ঠ হয়ে উঠেছিল । এরই মধ্যে ছোটকাকা মান্নার বিয়ের নিমন্ত্রণ করতে এলো । মান্না আমার খুড়তুতো ভাই । ঘুরতে যাওয়া আপাতত স্থগিত । বিয়েতে যাবার জন্য ব্যস্ত হয়ে পড়লাম । মেয়েরও খুব আনন্দ মামার বিয়ে । এদিকে করোনার জেরে বিশ্বজুড়ে মহামারী । চারিদিকে লকডাউন শুরু হয়েছে । সবরকম সামাজিক অনুষ্ঠান বন্ধ । বিয়ে গেল পিছিয়ে । হঠাৎ ফেসবুকে মান্নার পোস্ট - “বিয়ে সারলাম” !
মীনা সাহা
আর ভাল্লাগে না , চোদ্দ বার করে হাত ধোও আর হাত ধোও । কবে যে এসব দেশ থেকে যাবে কে জানে , মরণ! মেয়েটার মাধ্যমিক শেষ হল , ভাবলাম দিনকয়েক কোথাও ঘুরে আসব , পড়া আর পরীক্ষা করে করে জীবনটা একে বারে অতিষ্ঠ হয়ে উঠেছিল । এরই মধ্যে ছোটকাকা মান্নার বিয়ের নিমন্ত্রণ করতে এলো । মান্না আমার খুড়তুতো ভাই । ঘুরতে যাওয়া আপাতত স্থগিত । বিয়েতে যাবার জন্য ব্যস্ত হয়ে পড়লাম । মেয়েরও খুব আনন্দ মামার বিয়ে । এদিকে করোনার জেরে বিশ্বজুড়ে মহামারী । চারিদিকে লকডাউন শুরু হয়েছে । সবরকম সামাজিক অনুষ্ঠান বন্ধ । বিয়ে গেল পিছিয়ে । হঠাৎ ফেসবুকে মান্নার পোস্ট - “বিয়ে সারলাম” !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন