রবিবার, ১২ জুলাই, ২০২০

গ্রিসের নতুন কবিতা || রুদ্র কিংশুক || ডানায়ি সিওজিয়ো-র কবিতা

গ্রিসের নতুন কবিতা 
রুদ্র কিংশুক 
ডানায়ি  সিওজিয়ো-র কবিতা


ডানায়ি সিওজিয়ো(Danae Sioziou)-র জন্ম এবং বেড়ে ওঠা জার্মানি ও গ্রিসে। আথেন্স, বার্লিন  এবং লন্ডনে তিনি পড়াশোনা করেছেন ইংরেজি সাহিত্য, কালচারাল ম্যানেজমেন্ট এবং ইউরোপিয়ান হিস্ট্রি -- এই সকল বিচিত্র বিষয়ে। Teflon নামক একটি বিখ্যাত নতুন কবিতা পত্রিকার সহ-সম্পাদক তিনি। তাঁর প্রকাশিত কবিতাগ্রন্থগুলি:
 ইউসফুল চিলড্রেন গেমস (২০১৬) এবং ডিটেলস ফ্রম দি এন্ড  অ্যান্ড দ‍্য বিগনিং(২০২০)।
 পৃথিবীর বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে সিওজিয়ো-র কবিতা।


১.
ভারী

পুরনো ছবি।
 ফটোগ্রাফারের শক্ত চাপে
 তারা হাসছে, হাতে হাত
আমার মা আর বাবা। তারা ভালোবাসায়।
বেবি ক‍্যারেজে স্বপ্ন, ঢাকা দেওয়া:
পতিত, পথের পাশে পিষে যাওয়া
তিক্ত কমলা, কেউ তুলে নেয়নি।


২.
প্রহরা

আমরা ঘুমোতে পারিনি
রাতের বেলা আমাদের কুকুরগুলো চেঁচাচ্ছিল। আমরা দ্বিতীয়বার চিন্তা করিনি
 এটা তাদেরই গলা
 মৃত্যুর মৃত্যুর বার্তাবাহক
অতন্দ্র প্রহরীর মতো আমাদের সতর্ক করছিল
 আমাদের বাড়িতে নিশ্চিত
 কেউ ভেঙে ঢুকে পড়বে।

 আমাদের ছোট্ট  নীরড় ঘরে
আমরা জেগে রইলাম
একগুঁয়েভাবে, খারাপ ব্যবহার পাওয়া
বাচ্চার মত কান্না
রাতের খাবার না খেয়ে অপেক্ষা
হঠাৎ বড় হয়ে ওঠা
একরাত্রে
 এবং শেষ পর্যন্ত খুঁজে পাওয়া
অযর্থাথ শাস্তির ব্যাখ্যা
এবং এই জগত ।

৩.
সূর্যাস্ত

আলেকজান্দ্রা, নববিবাহিত, স্বামীর উল্লাস
 এবং গর্ব (আমার পাখি, আমার ছোট্ট পাখি)
সে ছাদে উঠেছিল
গতকালের কাঁচা কাপড় তুলে আনতে
 কিন্তু হয়তো কাপড়গুলো ফুলে উঠেছিল
ঘুঘুদের নৃত্যময় উড়ানের রেখায়
 সূর্য বাধ্য করছিল চোখ বন্ধ রাখতে
 যখন তা গড়িয়ে পড়ছিল পরপর পাহাড়ের খাঁজে
 উজ্জ্বল ধাঁধিয়ে দিচ্ছিল দিনটাকে দিনটাকে
এইভাবে কোনরকমে আলেকজান্দ্রা হয়ে উঠলো
 সূর্যের মতো পাখির মতো
 আর তার সাদা কার্ডিগান যেন পাল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...