কবিরাজি হাওয়া বদলে ব্যস্ত
অভিজিৎ দাসকর্মকার
নিরিবিলিতে নিজের বিবর্তনের বৈঠা বেহালায় গা ঘষে , আর আনছুয়া ঐকিক নিয়মের ২-কাঠা জমি-জরিপের বাইরে
আনদেখা স্নান-মহিলা নিয়ে নিউরোন চর্যাপদ পড়ে এবং
ভুনা অন্ধকারে বিড়াবতীর যুবতী-জ্যোৎস্নারা পায়ে আসছে,
আবার সরে যাচ্ছে___
উল্টোদিকের সংবাদ এখন বিশেষ বিশেষ রূপ ধারণ করেছে
দূরদৃষ্টিহীনতা ক্রমশ দক্ষিণ দিক হয়ে ক্লাবের বিবির কোলে কবিরাজি হাওয়া বদলে ব্যস্ত,
বিধ্বস্ত ধারাপাত রোদের আস্তিনে অদৃশ্য জাবর-ঘুমে;
ঘুমের ঘোরে নিষিদ্ধ স্নায়ুচর, এবং
দক্ষিণি দরজায় মালতি কাকীর ঠকঠকানি, গায়ে অসম্ভব সুন্দর জ্যামিতিক গন্ধ
নাসারন্ধ্র
পালসবিট
রক্তদানার রসুইঘর
পেরিয়ে পেরিয়ে নৈর্ঋতশূন্যপুরে পৌঁছে গেছি, অতঃপর
সিগারেটের টান আর
মনের প্রবণতা মিত্রমৈথুন করছে, এবং
গ্রামের আলপথের অবতলে চোরি ছুপে কোকিলটি হাঠাৎই আবাধ্যপনা সুরু করেছে____
*
অভিজিৎ দাসকর্মকার
নিরিবিলিতে নিজের বিবর্তনের বৈঠা বেহালায় গা ঘষে , আর আনছুয়া ঐকিক নিয়মের ২-কাঠা জমি-জরিপের বাইরে
আনদেখা স্নান-মহিলা নিয়ে নিউরোন চর্যাপদ পড়ে এবং
ভুনা অন্ধকারে বিড়াবতীর যুবতী-জ্যোৎস্নারা পায়ে আসছে,
আবার সরে যাচ্ছে___
উল্টোদিকের সংবাদ এখন বিশেষ বিশেষ রূপ ধারণ করেছে
দূরদৃষ্টিহীনতা ক্রমশ দক্ষিণ দিক হয়ে ক্লাবের বিবির কোলে কবিরাজি হাওয়া বদলে ব্যস্ত,
বিধ্বস্ত ধারাপাত রোদের আস্তিনে অদৃশ্য জাবর-ঘুমে;
ঘুমের ঘোরে নিষিদ্ধ স্নায়ুচর, এবং
দক্ষিণি দরজায় মালতি কাকীর ঠকঠকানি, গায়ে অসম্ভব সুন্দর জ্যামিতিক গন্ধ
নাসারন্ধ্র
পালসবিট
রক্তদানার রসুইঘর
পেরিয়ে পেরিয়ে নৈর্ঋতশূন্যপুরে পৌঁছে গেছি, অতঃপর
সিগারেটের টান আর
মনের প্রবণতা মিত্রমৈথুন করছে, এবং
গ্রামের আলপথের অবতলে চোরি ছুপে কোকিলটি হাঠাৎই আবাধ্যপনা সুরু করেছে____
*
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন