সোমবার, ৬ জুলাই, ২০২০

আটপৌরে কবিতা ৪২১- ৪২৫ || নীলাঞ্জন কুমার ||

আটপৌরে কবিতা
নীলাঞ্জন কুমার


৪২১

গলাগলি/  কোলাকুলি/  বলাবলি
              ) বন্ধু  (
       না হলে জীবন চলে!

৪২২

শুভেচ্ছা/ প্রশংসা/ পুরস্কার
     ) উৎসাহ (
সাফল্য আনে হাতের মুঠোয় ।

৪২৩

মুল্যবৃদ্ধি / নিফটি/ সেনসেক্স
      ) মন্দা  (
ক্রমশ গা- সওয়া হয়ে যায় ।

৪২৪

ডিভিডেন্ড/ ফাটকা/ দীর্ঘস্থায়ী
        ) শেয়ার  (
কখনো ওঠে কখনো নামে ।

৪২৫

উর্বরা/ ফসলী/ উন্নত
      ) জমি  (
বছর ভর ফসল করো ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...