বুধবার, ২২ জুলাই, ২০২০

অন্ধকার || বিশ্বনাথ পাল || কবিতা

অন্ধকার
বিশ্বনাথ পাল


মানুষের ভোর হওয়া দেখি
কেউ কেউ অনন্ত রাত্রি হয়ে থাকে
যেন তাদের শর্বরীর প্রতীক্ষা 
কিছুতেই ফুরোবার নয়
অথচ আলোর ঠিকা নেওয়া 
তাদেরই প্রবল দাপাদাপি
আহুতি দাবি করে নিরীহের

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...