শুক্রবার, ৩ জুলাই, ২০২০

টিভি_বুকের ব্লা ব্লা || অভিজিৎ দাসকর্মকার || কবিতা

টিভি_বুকের ব্লা ব্লা
অভিজিৎ দাসকর্মকার 



টিভিটা চালাও। লিবার্টি রয়েছে, তবুও বাইরে যাবেন না। কোমার বাঁকিয়ে নেচে নিন। মেয়ের চুল বেঁধে দিন। আমরা ২০ সেকেন্ড অপেক্ষা করছি, ফেসবুকে বোতাম খুলে স্টোরি দিন, উফ্ হাঁপিয়ে উঠলাম ____
এখনো অনেক ব্লা ব্লা বা ব্লক ব্লক বাতেলা ছটফট করছে এক নিশ্বাসে। তার মাঝেই———
  উষ্মা প্রকাশ করছে এই নববর্ষ সংখ্যায়।

সমুদ্রে গতবছর যারা নাইতে গিয়েছিল তাদের ছবি আসছে মেমোরি হয়ে____
নববর্ষের হলুদ শাড়ি। ক্লিন সেভড সঙ্গ-সেলফি। তারসাথে যারা রক্তদানার মধ্যে ছেলেখেলা করছে তাদের ক্রিয়া আর পদে, জোড় ভাঙা চলছে।

 হুমকি আর ভাইরাল এগুলো কি নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নয়!__

এইযো ৭ মিনিট ধরে
আগামীর জাতীয় ঐক্য
প্রক্রিয়ার বিবর্তন
পশ্চিমে জোড়-বিজোড় শব্দ-প্যারাসাইট 
এইসব নিয়ে লাইভ করলাম এগুলো কিন্তু কেউই অমেরুদণ্ডী নয়,
সবাই অ্যান্টবডি খুঁজছে।
তবে এরা ব্রাউন সুন্দরীর হাসি টিভিতে দ্যাখে আর ভ্রূ কুঁচকে সেলফি পোস্টায় ____

*

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...