সুপ্রভা আলোয়
পৃথা চট্টোপাধ্যায়
মন কেমন করা রোদ্দুরের জন্য অপেক্ষা করি
পুবদিকের জানলা দিয়ে বাতাস আসে
নিঝুম চারিধার
ভোরের সুপ্রভা আলোয়
কতদিন দেখি নি তোমার মুখ
মনে করতেই
একটা বসন্তবৌরি শিস্ দিয়ে উড়ে চলে গেল
ভেসে যাওয়া এক টুকরো মেঘে
ক্রমশ ফুটে ওঠো তুমি
বড়ো বিষণ্ণতা ঘেরা
হিমশীতল নির্জন হাত ছুঁয়ে যায় শূন্য দেওয়াল
ভেসে যেতে দেখি
আমার ইহকাল পরকাল
পৃথা চট্টোপাধ্যায়
মন কেমন করা রোদ্দুরের জন্য অপেক্ষা করি
পুবদিকের জানলা দিয়ে বাতাস আসে
নিঝুম চারিধার
ভোরের সুপ্রভা আলোয়
কতদিন দেখি নি তোমার মুখ
মনে করতেই
একটা বসন্তবৌরি শিস্ দিয়ে উড়ে চলে গেল
ভেসে যাওয়া এক টুকরো মেঘে
ক্রমশ ফুটে ওঠো তুমি
বড়ো বিষণ্ণতা ঘেরা
হিমশীতল নির্জন হাত ছুঁয়ে যায় শূন্য দেওয়াল
ভেসে যেতে দেখি
আমার ইহকাল পরকাল
খুব ভাল লাগলো, ম্যাডাম ।
উত্তরমুছুন