বিশ্বদুনিয়ার নতুন কবিতা
রুদ্র কিংশুক
ভালেরিয়া রুজো-র কবিতা
ভালেরিয়া রুজো(Valeria Rouzeau, 1967)-র জন্ম ফ্রান্সে। ১৯৮৯- তে প্রকাশিত তাঁর প্রথম কবিতার। ১৯৯৯-তে প্রকাশিত তাঁর কবিতা বই ' পা রুভোয়ার' (Pas Revoir) ফরাসি কবিতা জগতে একটি বিশেষ সংযোজন। নিরীক্ষামূলক ও নতুন চিন্তাচেতনার চেতনার অভিসারী তাঁর কবিতা। ভালেরির পড়াশোনার বিষয় সাহিত্য অনুবাদ। অনুবাদশাস্ত্রে তিনি মাস্টার ডিগ্রী লাভ করেছেন। ফরাসি কবিতায় বিশেষ অবদানের জন্য ২০১২ সালে তিনি পেয়েছেন প্রি গিয়ম আপোলিন্যার (Prix Guillaume Apollinaire) পুরস্কার।
১.
আমি লিখছিলাম
আমি তোমাকে লিখতাম পোস্টকার্ড
প্রত্যেক দিনের জন্য
শুক্রবারে দুটো রবিবারের জন্য ।
নীল ফুলগুলো রঙিন হতে পারত
তুষারে
শেষ যেটা তুমি দেখেছিলে।
তোমার আঙ্গুল নিশ্চয়ই কেঁপেছিল
যখন তুমি ধরেছিলে
রুটি, কয়েকটা টুকরো নিশ্চয়ই
পড়বে
তুষারের ওপর ।
কিন্তু সোমবারের কার্ড রয়েছে
তার
খামে, তোমার পকেটে কফিনে
ভল্টে
মাটিতে, বাবা ভিতরে জড়ানো।
২.
ইডেন
সকাল চারটেয় চাঁদের আলোয় সে যায়
আদমের বেশে আমার প্রেমিক গোলাপের গন্ধ নিতে যায়
যে গোলাপ ফুটেছে উঠানের ধূসরে
সকাল চারটের চাঁদের আলোয় খোলা গোটা শহর তাকে দেখছে গোলাপসহ
আমি তখন উঠলাম তার গলায়
আইভিলতার মতো,
গোলাপ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন