বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

কিছু বই কিছু কথা । নীলাঞ্জন কুমার

কিছু বই কিছু কথা । নীলাঞ্জন কুমার


আমার ঘোড়া এবং ....। কাজল পুরকায়স্থ । কো- লার্জ  প্রকাশনী । ষাট টাকা ।

' লিখে লিখে নিজের লেখা নিজেই পড়ি/  আর পড়ে আমার মতো যারা   সময় কাটায় ' পংক্তির মতো হতাশার সামনে দাঁড় করায় ' আমার ঘোড়া এবং ...' কাব্যগ্রন্থটি । এ পংক্তি বুঝিয়ে দেয় যে কবি নিজেই নিজের কবিতা নিয়ে অসন্তুষ্ট । তপনকান্তি নাথের বিশ্রী
প্রচ্ছদের বইটির কবিতার  ভেতরে আছে সেই অসন্তুষ্ট হওয়ার উপকরণ । সে কারণে আঁতিপাতি খুঁজে মাত্র দু-একটি লাইন পাই: ' দলে দলে এরা ঝাটিঙ্গার জঙ্গলে এসে/  মুখ থুবড়ে পড়ে রইলো ।/ মন্ত্রগুপ্তিতে কি তবে ভুল ছিল কিছু? ' ( 'অপক্ক '), ' তবে কি এখনও ঘোঁট হয়ে আছে/ আকাট অন্ধকার ।' (' খুটিনাটি ')।
         কবির সবথেকে ত্রুটি তাঁর নিজের ত্রুটি সম্পর্কে কোন কিছু না জানা । তিনি বোঝেন না তার কত কত লাইন পাঠককে বিরক্ত করতে পারে । এগুলো পরিহার করলে তাকে তাঁর কবিতা নিয়ে হা-হুতাশ করতে হবে না।
       যাহোক বর্ষিয়াণ কবি কাজল পুরকায়স্থর এই কাব্যগ্রন্থটিতে ভালো থেকে মন্দের সংখ্যা বেশি । কবির বোঝা উচিত সময়ের কবিতা কিভাবে লেখা প্রয়োজন ।
নাহলে শেষের সেদিন শূন্য হাতে ফিরতে হবে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...