গ্রিসের নতুন চিন্তাচেতনার কবিতা
রুদ্র কিংশুক
পারভিনা মারভিন-এর কবিতা
১.
আগাছা
সমস্ত আগাছা তুলে ফেলা আমার উচিত ছিল না না--
একটা গোড়া আর পড়ে নেই।
এখন, এই বঞ্চনার ঋতুতে,
দ্যাখো কী পড়ে থাকে:
আমাদের খালি মাঠ
আর মাঝখানে আমি, জাহাজডোবা
আরাধ্য জন
জীবন-মৃত্যু কারবারি পাখি,
রক্তস্নাত উকুন,
আর চারপাশে ছড়ানো শস্যের স্মৃতি।
২.
পুরোপুরি ব্যার্ত্য
আমাদের সন্তান সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত, অপরাধ নিয়েছিল
আর, গর্ভপাতের কিছুটা আগেই, রহস্যজনক মিসক্যারেজ।
দ্ব্যর্থহীন আত্মহনন। কি পরিহাস!
আমাদের অনন্য জীব
এখন অনন্য ছোট্ট কীট
হাসপাতাল বর্জ্যের ভেতরে।
আমি দুঃখিত নই।
তোমার কী ,প্রিয় ?
এসো বুঝে নাও চোখের জল।
আমি যদি তাকে হাতের উপর নিয়ে তোমাকে দেখাতাম, মুখ ফেরাতে।
যাইহোক তুমি কী ভেবেছিলে এ নিয়ে?
ঠিক আর একটা ছোট্ট মৃত্যু, মর্যাদাহীন নয়, কারণ
কোন পারলৌকিক ক্রিয়া ছিল না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন