....ওটাও একটা পথ.....
প্রশান্ত দে
জন্মের পর যেদিন আমার পা বেরোল
ছুঁয়েছি উঠোন
তারপর ছোটো পায়ে ধরেছি গলি
একদিন অজান্তে সন্দেহ জুগিয়েছিল
পাড়ার কুলি।
আমাকে সেই দেখিয়েছিল বড়োরাস্তা কেমন হয়
তখন আমার বয়স পাঁচ কিংবা ছয়।
আমি তখন জানতাম না এর সাথে জুড়েছে
রাস্তার নধর।
যে পথের গতি চোখ ধাঁধানো
আমার বয়স এভাবেই বেড়ে গিয়ে মনেপ্রাণে বেড়েছে রাস্তার কদর
গ্ৰাম শহর দেশ মহাদেশ জুড়েছে আকাশ জল ও স্থল
সব জায়গায় পা রাখলে নিজেকে ধরা যায়
অন্যকে ছোঁয়া যায়
যেদিন আমার বয়সের বন্ধুটা এমন পথে পা হারিয়ে চলে গেল
যার আর ফেরার নাই শপথ
সেদিন জানলাম ওটাও একটা পথ.......
প্রশান্ত দে
জন্মের পর যেদিন আমার পা বেরোল
ছুঁয়েছি উঠোন
তারপর ছোটো পায়ে ধরেছি গলি
একদিন অজান্তে সন্দেহ জুগিয়েছিল
পাড়ার কুলি।
আমাকে সেই দেখিয়েছিল বড়োরাস্তা কেমন হয়
তখন আমার বয়স পাঁচ কিংবা ছয়।
আমি তখন জানতাম না এর সাথে জুড়েছে
রাস্তার নধর।
যে পথের গতি চোখ ধাঁধানো
আমার বয়স এভাবেই বেড়ে গিয়ে মনেপ্রাণে বেড়েছে রাস্তার কদর
গ্ৰাম শহর দেশ মহাদেশ জুড়েছে আকাশ জল ও স্থল
সব জায়গায় পা রাখলে নিজেকে ধরা যায়
অন্যকে ছোঁয়া যায়
যেদিন আমার বয়সের বন্ধুটা এমন পথে পা হারিয়ে চলে গেল
যার আর ফেরার নাই শপথ
সেদিন জানলাম ওটাও একটা পথ.......
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন