মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০

বৃষ্টিকথা ও তুই || অরিন্দম চট্টোপাধ্যায় || কবিতা

বৃষ্টিকথা ও তুই
অরিন্দম চট্টোপাধ্যায়


অনেকদিন পর 'বৃষ্টিকথা' আজ আমার কাছে
ও'র অনেক কথা, ও বলে যাচ্ছে সারারাত
তোর কথা জানতে চাইছে, তোর কথা বলছে
ও তোকে খুঁজে এসেছে এন ফোর -এ,
অডিটোরিয়াম -এ, জুলজি ডিপার্টমেন্টে
                                ইউনিয়ান রুমে...
সেখানে না পেয়ে আর ও খুঁজেছে
ডাঙালপাড়ার আমবাগান, তেতুল তলায়....
কোথাও পায় নি, তুই নাকি কোথাও নেই
                       গ্রীষ্ম, বর্ষা, শীত ও বসন্তে
হৃদয়ঘর  জুড়ে তোর জন্য এক শূন্যতা
মেঘমল্লার. রাগ বাজছে সারা রাত জুড়ে
 'বৃষ্টিকথা' শান্ত,  চারিদিকে বৃষ্টিশব্দ...
আমি ও খুঁজে চলেছি তোকে স্বপ্নে, অক্ষরে,শব্দে
 তবু ও দরজা খোলা, যদি তোকে দেখা যায়....


@ অরিন্দম চট্টোপাধ্যায়,  বেহালা, কলকাতা ৬০, মো ৯৪৩৩১৩৪৭৬১, হো৭৫০১৭৭৮২৯১

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...