আম্ফান বিধ্বস্ত সুন্দরবনে আলো ট্রাস্টের ত্রাণ বিতরণ
নিজস্ব সংবাদদাতা,কুলতলী, দক্ষিণ ২৪ পরগণা ||
কোলকাতা কেন্দ্রীক ও দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলায় কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন আলো ট্রাস্টের পক্ষ থেকে আজ সুন্দরবন এলাকার দক্ষিণ ২৪ পরগণা
জেলার অন্তর্গত কুলতলী ব্লকের বৈকুন্ঠপুর গ্রামের 50 টি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হলো। ত্রাণ হিসেবে শুকনো খাবার তুলে দেওয়া হয়। যেমন চিড়া, মুড়ি, বাতাসা, সয়াবিন, সিমুই, বিস্কুট, গায়ে মাখা সাবান, কাপড় কাচা সাবান, কোলগেট, ধূপ, দেশলাই ও মাস্ক। ত্রাণসামগ্রী বিতরণ শুরুর আগে শহীদ ভারতীয় সেনা জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করা হয়। পাশাপাশি করোনা আবহে স্বাস্থ্য সচেতনতার বার্তা দেওয়া হয়।উপস্থিত ছিলেন আলো ট্রাস্টের চেয়ারম্যান কমল কৃষ্ণ কুইলা, সমাজসেবী হরিপদ কুইলা, বীনাপাণি কুইলা, নমিতা কুইলা ও সুব্রত দাস।
সমস্ত শুভানুধ্যায়ীদের সহযোগিতায় আগামীদিনে
সুন্দরবনে তাঁদের সংগঠনের উদ্যোগে আরও ত্রাণ সামগ্রী বিতরণের পরিকল্পনা রয়েছে বলে জানান আলো ট্রাস্টের চেয়ারম্যান কমল কৃষ্ণ কুইলা।পাশাপাশি কমলবাবু আরও জানান,এই গ্রামের পঞ্চাশটির টির বেশি শিশুর হাতে আগামীদিনে আলো ট্রাস্টের পক্ষ থেকে শিক্ষা সামগ্রী তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
নিজস্ব সংবাদদাতা,কুলতলী, দক্ষিণ ২৪ পরগণা ||
কোলকাতা কেন্দ্রীক ও দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলায় কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন আলো ট্রাস্টের পক্ষ থেকে আজ সুন্দরবন এলাকার দক্ষিণ ২৪ পরগণা
জেলার অন্তর্গত কুলতলী ব্লকের বৈকুন্ঠপুর গ্রামের 50 টি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হলো। ত্রাণ হিসেবে শুকনো খাবার তুলে দেওয়া হয়। যেমন চিড়া, মুড়ি, বাতাসা, সয়াবিন, সিমুই, বিস্কুট, গায়ে মাখা সাবান, কাপড় কাচা সাবান, কোলগেট, ধূপ, দেশলাই ও মাস্ক। ত্রাণসামগ্রী বিতরণ শুরুর আগে শহীদ ভারতীয় সেনা জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করা হয়। পাশাপাশি করোনা আবহে স্বাস্থ্য সচেতনতার বার্তা দেওয়া হয়।উপস্থিত ছিলেন আলো ট্রাস্টের চেয়ারম্যান কমল কৃষ্ণ কুইলা, সমাজসেবী হরিপদ কুইলা, বীনাপাণি কুইলা, নমিতা কুইলা ও সুব্রত দাস।
সমস্ত শুভানুধ্যায়ীদের সহযোগিতায় আগামীদিনে
সুন্দরবনে তাঁদের সংগঠনের উদ্যোগে আরও ত্রাণ সামগ্রী বিতরণের পরিকল্পনা রয়েছে বলে জানান আলো ট্রাস্টের চেয়ারম্যান কমল কৃষ্ণ কুইলা।পাশাপাশি কমলবাবু আরও জানান,এই গ্রামের পঞ্চাশটির টির বেশি শিশুর হাতে আগামীদিনে আলো ট্রাস্টের পক্ষ থেকে শিক্ষা সামগ্রী তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন