কিছু বই কিছু কথা । নীলাঞ্জন কুমার
ব্রজপথ । সোমনাথ রায় । পাঠক । একশো টাকা ।
' আমাকে শূন্যের শেষ খুঁজে পেতে হবে/ বিড়ালের উপদ্রব থেকে আমি তোমার আত্মমর্যাদা ফেরাব নিশ্চয় ' যাঁর পংক্তি , তাঁর কবিতার প্রতি আকর্ষণ গড়ে ওঠে বৈকি । কবি সোমনাথ রায়ের সাম্প্রতিক কাব্যগ্রন্থ ' ব্রজপথ ' এরকম আশার বাণী শোনায় যা বহু বহু উপদ্রবের সমাজে থাকার কারণে হতোদ্যম হয়ে যাওয়া মন জেগে ওঠে । বইটির ব্লার্বে লেখা হয়েছে: ' জীবনের প্রতিটি মুখ কবিতায় ধরে রাখতে সদাসতর্ক এই কবি ' কথাটির বিরুদ্ধাচরণ করে বলা যায়, জীবনের প্রত্যেক মুখ ধরা শিবের অসাধ্যি, তবে কবি অনেক দিক স্পর্শ করতে চেয়েছেন তা তাঁর কবিতায় স্পষ্ট ।
কবির কাছে সে কারণে পাই: ' ইতিহাস বদলে যাবে, তুমি দেখবে নতুন বাস্তব ' ( ' পোড়োবাড়ি ') , 'সীমান্ত বিহীন মাছ আর পাখিদের সঘন বিস্তার থেকে/ মধ্যরাতে ফিরে আসি তেহাইয়ের সমে । (তেহাইয়ের সমে) , ' আমাকে শূন্যতাবাদ শেখালেন তিনি/ ফিরে এসে বুদ্ধের নির্বাণ আর জেন-তত্ত্ব বুঝতে চেষ্টা করি । ('জেন তত্ত্ব ')।
'ব্রজপথে ' কবি নিজেকে একজন শিক্ষার্থী হিসেবে ভেবেছেন ও যা শিখেছেন তার উপলব্ধি পাঠকের কাছে ছড়িয়ে দিতে তৎপর । তিনি হয়তো শব্দের দিক থেকে সেভাবে ধরা দিতে চাননি । তবে বোধের দিক থেকে নতুন জিজ্ঞাসা ছড়িয়ে দিতে কিছুটা সফল । এইপত্রিকায় আলোচিত কবির 'কবিতা চয়ন ' কাব্যগ্রন্থ থেকে এই গ্রন্থ অনেক সংযত ও সংহত । দেবাশিস সাহা র প্রচ্ছদটি প্রচ্ছদকারের সম্মান বজায় রেখেছে ।
ব্রজপথ । সোমনাথ রায় । পাঠক । একশো টাকা ।
' আমাকে শূন্যের শেষ খুঁজে পেতে হবে/ বিড়ালের উপদ্রব থেকে আমি তোমার আত্মমর্যাদা ফেরাব নিশ্চয় ' যাঁর পংক্তি , তাঁর কবিতার প্রতি আকর্ষণ গড়ে ওঠে বৈকি । কবি সোমনাথ রায়ের সাম্প্রতিক কাব্যগ্রন্থ ' ব্রজপথ ' এরকম আশার বাণী শোনায় যা বহু বহু উপদ্রবের সমাজে থাকার কারণে হতোদ্যম হয়ে যাওয়া মন জেগে ওঠে । বইটির ব্লার্বে লেখা হয়েছে: ' জীবনের প্রতিটি মুখ কবিতায় ধরে রাখতে সদাসতর্ক এই কবি ' কথাটির বিরুদ্ধাচরণ করে বলা যায়, জীবনের প্রত্যেক মুখ ধরা শিবের অসাধ্যি, তবে কবি অনেক দিক স্পর্শ করতে চেয়েছেন তা তাঁর কবিতায় স্পষ্ট ।
কবির কাছে সে কারণে পাই: ' ইতিহাস বদলে যাবে, তুমি দেখবে নতুন বাস্তব ' ( ' পোড়োবাড়ি ') , 'সীমান্ত বিহীন মাছ আর পাখিদের সঘন বিস্তার থেকে/ মধ্যরাতে ফিরে আসি তেহাইয়ের সমে । (তেহাইয়ের সমে) , ' আমাকে শূন্যতাবাদ শেখালেন তিনি/ ফিরে এসে বুদ্ধের নির্বাণ আর জেন-তত্ত্ব বুঝতে চেষ্টা করি । ('জেন তত্ত্ব ')।
'ব্রজপথে ' কবি নিজেকে একজন শিক্ষার্থী হিসেবে ভেবেছেন ও যা শিখেছেন তার উপলব্ধি পাঠকের কাছে ছড়িয়ে দিতে তৎপর । তিনি হয়তো শব্দের দিক থেকে সেভাবে ধরা দিতে চাননি । তবে বোধের দিক থেকে নতুন জিজ্ঞাসা ছড়িয়ে দিতে কিছুটা সফল । এইপত্রিকায় আলোচিত কবির 'কবিতা চয়ন ' কাব্যগ্রন্থ থেকে এই গ্রন্থ অনেক সংযত ও সংহত । দেবাশিস সাহা র প্রচ্ছদটি প্রচ্ছদকারের সম্মান বজায় রেখেছে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন