আজকের দিন
সৌমিত্র রায়
আজ ১ জুলাই ২০২০ ৷ আজ রেজাউল করীম ও আবুল ফজল-এর জন্মদিবস ৷
১৯০২ সালের আজকের দিনে বীরভূমের এক গ্রামে জন্ম প্রাবন্ধিক রেজাউল করীম-এর ৷ প্রথম বই 'ফরাসী বিপ্লব ' , সম্পাদিত পত্রিকা ' সৌরভ '৷ মৌলিক গ্রন্থের সংখ্যা ১৯ টি ৷ যার মধ্যে ১ টি কবিতা সংকলন ও বাকি গুলি প্রবন্ধের ৷ ছিলেন উল্লেখযোগ্য দেশপ্রেমিক সাহিত্যিক. মৃত্যু ১৯৯৩ সালে ৷
১৯০৩ সলের আজকের দিনে চট্টগ্রামের এক গ্রামে জন্ম প্রখ্যাত কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক আবুল ফজলের ৷ পেশায় ছিলেন অধ্যাপক ৷ ঢাকার বুদ্ধি মুক্তি আন্দোলন মঞ্চ মুসলিম সাহিত্য সমাজের একজন কনিষ্ঠ সদস্য ৷ ১৯৮৩ সালে মৃত্যু হয় তাঁর ৷
সৌমিত্র রায়
আজ ১ জুলাই ২০২০ ৷ আজ রেজাউল করীম ও আবুল ফজল-এর জন্মদিবস ৷
১৯০২ সালের আজকের দিনে বীরভূমের এক গ্রামে জন্ম প্রাবন্ধিক রেজাউল করীম-এর ৷ প্রথম বই 'ফরাসী বিপ্লব ' , সম্পাদিত পত্রিকা ' সৌরভ '৷ মৌলিক গ্রন্থের সংখ্যা ১৯ টি ৷ যার মধ্যে ১ টি কবিতা সংকলন ও বাকি গুলি প্রবন্ধের ৷ ছিলেন উল্লেখযোগ্য দেশপ্রেমিক সাহিত্যিক. মৃত্যু ১৯৯৩ সালে ৷
১৯০৩ সলের আজকের দিনে চট্টগ্রামের এক গ্রামে জন্ম প্রখ্যাত কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক আবুল ফজলের ৷ পেশায় ছিলেন অধ্যাপক ৷ ঢাকার বুদ্ধি মুক্তি আন্দোলন মঞ্চ মুসলিম সাহিত্য সমাজের একজন কনিষ্ঠ সদস্য ৷ ১৯৮৩ সালে মৃত্যু হয় তাঁর ৷
আবুল ফজল |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন