*ভাগ্য key*
বর্ণজিৎ বর্মন
চাঁদ ললাটে লটারি নৌকা ,
ঝড়এলে
জীবনটা গুল্ফের
মতো ছিড়ে যায়
ডায়রির কথা গুলি বাসি ।
গতরের ছিদ্র কার্পেট মোড়া
অনিবার্য বুকের তীরে
দুমড়ে ওঠে
নিষ্পাপ শিশুর পাঁজড়।
বেদনায় থরো থরো
আলোমতি
এক করোনা যোদ্ধা
ভরাকোটাল পূর্ণিমার অপেক্ষা য় ।
বিবেকের দংশন
মৃত্যু সম
তবু ভাঙ্গা ব্রিজ পার হই
কর্ণের চাকার তলে
দোষ কি কালো চশমার ?
ভাষা কাহাছে ?
মৃত্যুর মিছিলে
নিজেকে বাঁচিয়ে
চিরস্থায়ী কতো বসন্ত পঞ্চমী দেখে ?
নিরক্ষরেখায় ঝুলে থাকে মন !
নেকড়ের হুঙ্কার
জব্দ করে
পরিজনের ঘুমের ব্যারমিটার ।
নিস্তব্ধ
তালিকা চেবায়
ফুসফুসের শ্বাসটুকু ,
বিশ্বাসের দাড়িপল্লায়
হে ঈশ্বর গাথা !
আমার খাঁচার পায়রা দল
দিগন্তের রঙিন স্ব্প্নে
বেঁচে থাক....
বর্ণজিৎ বর্মন
চাঁদ ললাটে লটারি নৌকা ,
ঝড়এলে
জীবনটা গুল্ফের
মতো ছিড়ে যায়
ডায়রির কথা গুলি বাসি ।
গতরের ছিদ্র কার্পেট মোড়া
অনিবার্য বুকের তীরে
দুমড়ে ওঠে
নিষ্পাপ শিশুর পাঁজড়।
বেদনায় থরো থরো
আলোমতি
এক করোনা যোদ্ধা
ভরাকোটাল পূর্ণিমার অপেক্ষা য় ।
বিবেকের দংশন
মৃত্যু সম
তবু ভাঙ্গা ব্রিজ পার হই
কর্ণের চাকার তলে
দোষ কি কালো চশমার ?
ভাষা কাহাছে ?
মৃত্যুর মিছিলে
নিজেকে বাঁচিয়ে
চিরস্থায়ী কতো বসন্ত পঞ্চমী দেখে ?
নিরক্ষরেখায় ঝুলে থাকে মন !
নেকড়ের হুঙ্কার
জব্দ করে
পরিজনের ঘুমের ব্যারমিটার ।
নিস্তব্ধ
তালিকা চেবায়
ফুসফুসের শ্বাসটুকু ,
বিশ্বাসের দাড়িপল্লায়
হে ঈশ্বর গাথা !
আমার খাঁচার পায়রা দল
দিগন্তের রঙিন স্ব্প্নে
বেঁচে থাক....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন