মঙ্গলবার, ৩০ জুন, ২০২০

তোমার সাথে || রোশেনারা খান || কবিতা

তোমার সাথে
রোশেনারা খান



তোমার সাথে হারিয়ে যেতে পারি,
শহর থেকে সুদূর সাহারাতে।
কিন্তু আমায় ফিরতে হবে রাতে,
চেনা মানুষ চেনা বিছানাতে।

তোমার সাথে ভেসেও যেতে পারি,
সাগর বুকে বন্দরে বন্দরে।
কিন্তু আমায় আসতে হবে ফিরে,
নিজের কাছে নিজেরই অন্দরে।


তোমার সাথে উড়েও যেতে পারি,
উড়োমোটর কিম্বা হাওয়ায় ভেসে।
কিন্তু আমায় ফিরতে হবে শেষে,
আমার ঘরে আমারই এই দেশে।


             
                 

1 টি মন্তব্য:

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...