আটপৌরে কবিতা
নীলাঞ্জন কুমার
বিস্কুট/ সিঙ্গাড়া/ বেগুনি
) মুচমুচে (
চায়ের সঙ্গে অনবদ্য হয়!
৩৮২
পশরা/ সাইনবোর্ড/ বাটখারা
) দোকান (
হিসেব ভেজাল ছলনা মনোরঞ্জন ।
৩৮৩
নবারুণ/ নাটক/ অভিনয়
) ফ্যাতাড়ু(
ফ্যাৎ ফ্যাৎ সাঁই সাঁই ।
৩৮৪
অদাহ্য/ অগলন/ অকাট্য
) অস্থি (
চোখের সামনে বিপুলা বিস্ময় ।
৩৮৫
প্রাণ/ বিবর্তন/ পর্বান্তর
) আবর্তন (
তবু বিতর্ক ডিম মুরগির !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন