শনিবার, ২৭ জুন, ২০২০

কিছু বই কিছু কথা || নীলাঞ্জন কুমার || ধারাবাহিক বিভাগ

কিছু বই কিছু কথা । নীলাঞ্জন কুমার

বৃষ্টিলেখা । কুমারেশ চক্রবর্তী । দি সী বুক এজেন্সি । একশো টাকা ।

কবি কুমারেশ চক্রবর্তীর 'বৃষ্টিলেখা ' কাব্যগ্রন্থের ভেতরে  কুমারেশের চিরাচরিত প্রতিবাদী দিকটি অনেক বেশি উন্নতির পথে গেছে ও তা গভীর থেকে গভীরতর পর্যায়ে এখন । তাই পড়তে ভালো লাগে: ' আর অসংখ্য রাস্তায় বিভাজিত মানুষ/ পরস্পরকে লুকিয়ে চুরিয়ে পরস্পরের অন্ধকারে/ অগনন মৃত তারাদের এক মিথ্যে  আকাশের দিকেই স্বপ্ন ফোটাচ্ছে  ....'('অলীক গন্তব্যে') ,
' আমরা কে কাকে পণ্য করে বাঁচি ? / আমাদের মুক্তির পথে কেন এই আলোয় লেখা/  এত অন্ধকার? ' ( 'আলোয় লেখা অন্ধকার ')।
           কবিতার স্বাদ নিয়ে কোন কথা বলার সুযোগ দেন না কবি ।শুধু রাজনৈতিক নয়, সামাজিক প্রতিবাদে তিনি সমান দড় তা তাঁর পংক্তি বুঝিয়ে দেয় :
' অনেক চুমুর স্বয়ম্বর সভায়/  তুমি তাকে ব্লক করেছ পাকাপাকিভাবে! ' ( ' ব্লক '), ' মধ্যরাতের পাড়াগাঁর থুতুকফে- / মার্কসবাদের অপরিপক্ক ব্যাখ্যায় উচ্ছিষ্ট হতে থাকে ...' (' বিশ্বায়ন ')।
          কুমারেশের সন্ধানী দৃষ্টি আগের থেকে আরো গভীর । আছে ব্যঙ্গের চমক । আছে সত্য বলার তাগিদ । তাই পাই: ' সময় সুযোগে এরা আবার নাগরিকও- / ভোট  দেয়!এরা ভোটে দাঁড়ায়! এম এল এ ...মন্ত্রী হয়ও! '(' পোকা ')। শ্যামল  জানার জলরঙের প্রচ্ছদকে
শুধু প্রশংসা করলে ছোট করা হবে । এ প্রচ্ছদের সামনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা যায় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...