কিছু বই কিছু কথা । নীলাঞ্জন কুমার
অজানা আছে গো । নিবেদিতা আচার্য । সিগনেট প্রেস । একশো টাকা ।
যিনি লেখেন ' প্রত্যেক ভোরবেলা আলপনা মান্ডির সুরে জেগে ওঠা বিদ্যাসাগরের প্রথম ভাগের আকাশ ' নয়তো ' এই আম বাগান কিংবা চায়ের দোকান পর্যন্ত হাত দুটো একসঙ্গে থাক '-এর মতো উচ্চারণ, যেখানে যৌক্তিক তন্ময়তা দ্যোতনার ভেতর দিয়ে সংবহিত হয়ে চলে, তাকে সাবাশি দিতে হয় । কবি নিবেদিতা আচার্যের ' অজানা আছে গো 'এক এমন কবির শিরোনামহীন কবিতাগুচ্ছ যাকে ভালো না বেসে পারা যায় না । কোথা থেকে পড়া হয়ে যায় প্রথম থেকে শেষ কবিতাটি, তার মধ্যে বিস্মিত করার মতো পংক্তি পেয়ে যাই: ' যারা দেখেছিল তারা অনেকেই হুজুগে পাখিটার/ নদীর পেটে আগুন গল্পটায় বিশ্বাস করেছিল ।'
নিবেদিতা সেই কবি যাকে কবি বলতে কোন অস্বস্তি হয় না ।তাঁর গুণে তাকে সমীহ করার দিকে টেনে নিয়ে যায় । হয়তো দীর্ঘ দেখা তাঁর নেই, হয়তো আবিষ্কারের জন্য কুশলী হওয়া প্রয়োজন । তবু যা দেখেছেন যা আবিষ্কার করেছেন তাও কোন অংশে কম নয় ।
' অজানা আছে গো 'র প্রাকৃতিক প্রচ্ছদের মধ্যে
গ্রামীণ গন্ধ লাগা এক দিক আছে যা তার কবিতায় ছড়ানো ছেটানো । এক্ষেত্রে প্রচ্ছদকার তারকনাথ মুখোপাধ্যায় সার্থক । নিবেদিতার পরবর্তী বই পড়ার জন্য লোভী হয়ে উঠেছি ।
অজানা আছে গো । নিবেদিতা আচার্য । সিগনেট প্রেস । একশো টাকা ।
যিনি লেখেন ' প্রত্যেক ভোরবেলা আলপনা মান্ডির সুরে জেগে ওঠা বিদ্যাসাগরের প্রথম ভাগের আকাশ ' নয়তো ' এই আম বাগান কিংবা চায়ের দোকান পর্যন্ত হাত দুটো একসঙ্গে থাক '-এর মতো উচ্চারণ, যেখানে যৌক্তিক তন্ময়তা দ্যোতনার ভেতর দিয়ে সংবহিত হয়ে চলে, তাকে সাবাশি দিতে হয় । কবি নিবেদিতা আচার্যের ' অজানা আছে গো 'এক এমন কবির শিরোনামহীন কবিতাগুচ্ছ যাকে ভালো না বেসে পারা যায় না । কোথা থেকে পড়া হয়ে যায় প্রথম থেকে শেষ কবিতাটি, তার মধ্যে বিস্মিত করার মতো পংক্তি পেয়ে যাই: ' যারা দেখেছিল তারা অনেকেই হুজুগে পাখিটার/ নদীর পেটে আগুন গল্পটায় বিশ্বাস করেছিল ।'
নিবেদিতা সেই কবি যাকে কবি বলতে কোন অস্বস্তি হয় না ।তাঁর গুণে তাকে সমীহ করার দিকে টেনে নিয়ে যায় । হয়তো দীর্ঘ দেখা তাঁর নেই, হয়তো আবিষ্কারের জন্য কুশলী হওয়া প্রয়োজন । তবু যা দেখেছেন যা আবিষ্কার করেছেন তাও কোন অংশে কম নয় ।
' অজানা আছে গো 'র প্রাকৃতিক প্রচ্ছদের মধ্যে
গ্রামীণ গন্ধ লাগা এক দিক আছে যা তার কবিতায় ছড়ানো ছেটানো । এক্ষেত্রে প্রচ্ছদকার তারকনাথ মুখোপাধ্যায় সার্থক । নিবেদিতার পরবর্তী বই পড়ার জন্য লোভী হয়ে উঠেছি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন