রবিবার, ৭ জুন, ২০২০

পরিযায়ী || অচিন্ত্য নন্দী || কবিতা

পরিযায়ী 
অচিন্ত্য নন্দী


আজ আর কিছুই লেখা হবে না, জানি  l জনজীবন কেমন আমার চোখে চোখ l আমি জনারন্যে আত্মগোপনের মেঠোপথ l আমি তো নদীধারা নিয়ন্ত্রণ দায়িত্বপ্রাপ্ত নই !

আমার দেরী দেখে পরিযায়ী পাখিরা ফিরে গেছে l নিজেকে সান্তনা পুরস্কার এই ভেবে -- ঢাকের বাদ্য : 'আসছে   বছর আবার হবে 'l তখন তোমাকে ঠিক খুঁজে পাব তো ?
আমার লেখার টেবিলের জলঢাকা নদীর পাথর স্বজন ছেড়ে আসা ব্যাথায় চোখ ঢেকে রাখে  l

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...