শনিবার, ২০ জুন, ২০২০

চারটি লিমেরিক || কাশীনাথ সাহা || কবিতা

: লিমেরিক ১
কাশীনাথ সাহা

তোমার কথা ভেবে ভেবেই কাটলো সারারাত
সকালবেলায় তুমি হঠাৎ এলে অকস্মাৎ
তোমার ঠোঁটে মিষ্টি হাসি
ঝরছে যেন রাশিরাশি
এই ফাগুনে তোমার বিয়ে পাত্র অলোকনাথ।

: লিমেরিক  ২

সুূদেষ্ণার খুব ইচ্ছে ইঞ্জিনিয়ার  বর
দেশবিদেশে বেড়াবে দু'জনে পরস্পর
অবশেষে পাত্র পেল
কবি মানুষ লিখেন ভাল
কবিতায় মজে ওরা করছে ভালোই ঘর।

লিমেরিক ৩

পড়াশোনায় কোন দিনই ছিল না ভালো মনা
প্রতি বছর ফেল করতো এটা সবার জানা
কোনরকমে পেরিয়ে সিক্স
করতে নামলো পলিটিক্স
এখন মনা মন্ত্রীমশায় দশটি বছর টানা।

লিমেরিক ৪

গজানন ধরা পড়লো করতে গিয়ে চুরি
পাওয়া গেল নগদ টাকা সোনা দশ ভরি
পুলিশ থানায় আনলো ধরে
নেতাও এলো খানিক পরে
বললো ও পাটীর লোক পুলিশ বলে স্যরি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...