: লিমেরিক ১
কাশীনাথ সাহা
তোমার কথা ভেবে ভেবেই কাটলো সারারাত
সকালবেলায় তুমি হঠাৎ এলে অকস্মাৎ
তোমার ঠোঁটে মিষ্টি হাসি
ঝরছে যেন রাশিরাশি
এই ফাগুনে তোমার বিয়ে পাত্র অলোকনাথ।
: লিমেরিক ২
সুূদেষ্ণার খুব ইচ্ছে ইঞ্জিনিয়ার বর
দেশবিদেশে বেড়াবে দু'জনে পরস্পর
অবশেষে পাত্র পেল
কবি মানুষ লিখেন ভাল
কবিতায় মজে ওরা করছে ভালোই ঘর।
লিমেরিক ৩
পড়াশোনায় কোন দিনই ছিল না ভালো মনা
প্রতি বছর ফেল করতো এটা সবার জানা
কোনরকমে পেরিয়ে সিক্স
করতে নামলো পলিটিক্স
এখন মনা মন্ত্রীমশায় দশটি বছর টানা।
লিমেরিক ৪
গজানন ধরা পড়লো করতে গিয়ে চুরি
পাওয়া গেল নগদ টাকা সোনা দশ ভরি
পুলিশ থানায় আনলো ধরে
নেতাও এলো খানিক পরে
বললো ও পাটীর লোক পুলিশ বলে স্যরি।
কাশীনাথ সাহা
তোমার কথা ভেবে ভেবেই কাটলো সারারাত
সকালবেলায় তুমি হঠাৎ এলে অকস্মাৎ
তোমার ঠোঁটে মিষ্টি হাসি
ঝরছে যেন রাশিরাশি
এই ফাগুনে তোমার বিয়ে পাত্র অলোকনাথ।
: লিমেরিক ২
সুূদেষ্ণার খুব ইচ্ছে ইঞ্জিনিয়ার বর
দেশবিদেশে বেড়াবে দু'জনে পরস্পর
অবশেষে পাত্র পেল
কবি মানুষ লিখেন ভাল
কবিতায় মজে ওরা করছে ভালোই ঘর।
লিমেরিক ৩
পড়াশোনায় কোন দিনই ছিল না ভালো মনা
প্রতি বছর ফেল করতো এটা সবার জানা
কোনরকমে পেরিয়ে সিক্স
করতে নামলো পলিটিক্স
এখন মনা মন্ত্রীমশায় দশটি বছর টানা।
লিমেরিক ৪
গজানন ধরা পড়লো করতে গিয়ে চুরি
পাওয়া গেল নগদ টাকা সোনা দশ ভরি
পুলিশ থানায় আনলো ধরে
নেতাও এলো খানিক পরে
বললো ও পাটীর লোক পুলিশ বলে স্যরি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন