মঙ্গলবার, ২৩ জুন, ২০২০

সান্ত্বনা || অরবিন্দ মুখোপাধ্যায় || কবিতা

সান্ত্বনা
অরবিন্দ মুখোপাধ্যায়



আমি পর্যাপ্ত নিয়ে বাসা বাঁধিনি ;
তাই একদিন তুমি হেরে যাবেই --
ভিতরের বাইরের  কিঞ্চিৎ সময় লুট করে
দেখবে আমার নিঃস্বতার মাঝে ডুবে আছ তুমি ।
এটা তোমার খেলা হলে--
হে অদৃশ্য গুরুজন,
ফুল বেলপাতা শ্রীচরণে দিয়ে বলি খেলে যাও ;
যদিও তোমার পরাজয় সুনিশ্চিত, তবুও একটা সান্ত্বনা  নিয়ে ফিরে যাব....
তুমি অংশগ্রহণ  করেছিলে  ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...