আটপৌরে কবিতা
নীলাঞ্জন কুমার
২৯১
নখ/ দাঁত/ পেশী
) শক্তি (
প্রয়োজনে যে কেউ দেখায় ।
২৯২
উপেক্ষা/ ভান/ অনাগ্রহী
) বিস্মরণ (
মুছে দেওয়া কত সহজ!
২৯৩
নীচ/ অসভ্য/ অশিষ্ট
) নিম্নস্তর (
নিজের থেকে বোঝা যায় ।
২৯৪
প্রহর/ অষ্টপ্রহর/ চৌষট্টি প্রহর
) সংকীর্তন (
প্রকৃত গানে জীবন জুড়ায় !
২৯৫
গান/ আবৃত্তি/ নাটক
) লোকশিক্ষা (
মগ্ন হয়ে থাকলে হয় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন