মঙ্গলবার, ৩০ জুন, ২০২০

কিছু বই কিছু কথা || নীলাঞ্জন কুমার

কিছু বই কিছু কথা  । নীলাঞ্জন কুমার

জন্মের ভিটেমাটি । সপ্তর্ষি রায় । সারঙ্গ প্রকাশনী । একশো টাকা ।

অগোছালো কিছু কবিতা, তাতে মুক্তিরাম মাইতির রঙ সর্বস্ব দায়সারা  প্রচ্ছদ বাঁধাইছাঁদাই করে কাব্যগ্রন্থ হিসেবে পাঠকের কাছে বিতরণ করার মধ্যে ব্যক্তি আনন্দ থাকতে পারে । কিন্তু তা কতটা বিরক্তিকর
সপ্তর্ষি রায়ের ' জন্মের ভিটেমাটি ' পড়া পাঠক নিশ্চিত বুঝেছেন । কাব্যগ্রন্থের ভেতরে যে টিউনিং পাঠককে ধরে রাখার জন্য প্রয়োজন তা এখানে অনুপস্থিত । তিনি : ' মাটির ভেতর বীজের মতো/ উঠবে জেগে এক প্রভাতে ' কিংবা ' শব্দহীন মৃত্যু আজ / অমোঘ আশার শব্দ খোঁজে' র মতো মুছে যাওয়া পংক্তি  উপহার দেন ।
তাকে গ্রহণ করা কষ্টসাধ্য হয়ে ওঠে ।
      যারা কবিতা খুব তুচ্ছ বিষয়,  প্রতিদিন দশটি করে লেখা যায় ইত্যাদি ইত্যাদি ভেবে থাকেন ,সিরিয়াস পাঠক তাদের মধ্যে একজন  হিসেবে এই কবিতাকারকে  বিবেচনা করলে তা দোষের হবে না । তা  আরওয়ালের ওপর অথবা কল্যাণ চট্টোপাধ্যায়র উদ্দেশ্যে হোক না কেন ।
         কোন ভালো পত্রিকায় কবিতা প্রকাশ হলে তিনি যে কাব্যগ্রন্থ প্রকাশের উপযোগী তা নিশ্চয়ই নয়, এ কবির বোঝা উচিত ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...