মঙ্গলবার, ২৩ জুন, ২০২০

বুলগেরিয়ার নতুন কবিতা || রুদ্র কি়ংশুক || এমানুয়িল ভিডিনস্কি-র কবিতা

বুলগেরিয়ার নতুন কবিতা
রুদ্র কি়ংশুক
এমানুয়িল ভিডিনস্কি-র কবিতা


এমানুয়েল  ভিডিনস্কি (Emanuil Vidinski, 1978) জন্মেছেন বুলগেরিয়ার ভিডিনে। সোফিয়ার সেইন্ট ক্লিমেন্ট ওহোরিস্কি ইউনিভার্সিটি থেকে তিনি  স্লাভিক এবং জার্মানিক স্টাডিজ নিয়ে লেখাপড়া করেছেন। এ পর্যন্ত প্রকাশিত হয়েছে তাঁর একটি ছোট গল্পের বই,  একটি উপন্যাস এবং একটি কবিতা সংকলন। কবিতা সংকলনটির নাম  পার আভিয়ঁ , par avion  (2011)।  জার্মানির রেডিও সংস্থা ডয়চে বেলে(Deutsche Welle)-র বুলগেরিয়ান ডিপার্টমেন্টে ইমানুয়েল ২০০৮ থেকে ২০১২ প‍র্যন্ত সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি সোফিয়ার অধিবাসী।

১.
তুমি সুন্দর

 যেমন জ্বলন্ত সিগারেট
যেমন প্রশ্বাস

যেমন সূর্যগ্রহণ
যেমন ক্রুশকাঠ

২.
 বর্ণনা

নীল চোখগুলো
নৈঃশব্দ আর অবাধ্যতায়
 চিৎকার করে
ঠোঁটগুলো
যার ওপরটা
 নিজেকে প্রকাশ করে
কেবলমাত্র হাসিতে
 পুরু ও উত্তেজক
যেমন শিশুকালের কোন ক্ষত
দুই বক্ষের মাঝের খাঁজ
সত্যিকারের বাড়ি বাড়ি
করতল, ঘাড় আর উরু
 স্পর্শ করে আমার স্পন্দন

কেউ অপ্রতিস্থাপন যোগ্য নয়
এমন কি আমিও আমিও নই

৩.
কখনো জিজ্ঞাসা করো না কোথায় গিয়েছি

আমি ছিলাম জ্বলন্ত পিঁপড়ে অগ্নিসহ অগ্নিসহ
তারা উঁচু-নিচু চুলের মতো আমার চোখের সামনে
 বদলে গেল বিন্দু এবং কয়লায়
আর তখন বাতাস বয়ে নিয়ে গেল তাদের দূরে
 এখন আমি বাড়ি আসছি
জানালা খুলে রাখো
 যাতে সেই ধোঁয়া চলে যেতে পারে

৪.
রাত একটার সময়

সে হঠাৎ জেগে ওঠে
টানটান করে তার রাতপোশাক
উঠে পড়ে
আর খুলে দেয় জানালা:
 কেউ না।

৫.
যখন সপ্তাহ

 ভেঙে যায় ছোটোখাটো অংশে
মিনিটে , সেকেন্ডে
আনন্দ
 আনন্দ
আনন্দ
তোমাকে দেখা
ছড়ানো-ছিটানো সময়ে
বিবর্ণ আর তলহীন
যেমনটা তুমি ছিলে
যখন গুছিয়ে নিচ্ছিলাম জিনিসপত্র
 আর চিরকালের জন্য চলে যাওয়ার আগে
আমি বললাম :
সাত বছর একসঙ্গে থাকাও
ভর্তি করতে পারেনি কেবলমাত্র একটা সুটকেস একটা সুটকেস

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...