শনিবার, ১৩ জুন, ২০২০

আটপৌরে কবিতা || নীলাঞ্জন কুমার || ধারাবাহিক বিভাগ


আটপৌরে কবিতা 

নীলাঞ্জন কুমার 



৩০৬

ফুলসক্যাপ/ এ-থ্রি/ এ-ফোর 
        ) কাগজ  (
যার যেটা তার সেটা !

৩০৭

ঈর্ষা/ হিংসা/ রাগ 
  )নিত্যিদিন (
থাকতে থাকতে ঘৃণায় পৌঁছোয় ।

৩০৮

কাঁদুনে/ হাসিমুখ / দুষ্টুমি 
         )শিশু  (
না হলে করবে কেন ? 

৩০৯

মেষ/ বৃষ/মিথুন 
   )রাশি(
ফলাফল নিয়ে খবর কাগজে ।

৩১০

গুনীন/ জ্যোতিষী/ তান্ত্রিক 
        ) বিশ্বাস  (
বিপুল পৃথিবীর কতটুকু জানি!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...