চারদেয়ালের স্বরবৃত্তে
হরিৎ বন্দ্যোপাধ্যায়
চারদেওয়ালের স্বরবৃত্তে দোল খেতে খেতে
জীবনের সবকিছু আবিষ্কার করে ফেলার মত্ততায়
জানলা খুলে বাকি পৃথিবীর শরীর দ্যাখে
দেওয়ালের বর্গাকার ছিদ্রের গভীর নিদাঘ
কল্পনারও বাইরে গ্রাম্য ঝোঁপের মধ্যে আটকে ছিল
ধুলোপথের দিকে তাকিয়ে কে আর সারাদিন
সব কাজ ফেলে রেখে চোখ রগড়ায়
যুক্তি বুদ্ধি উড়িয়ে দিয়ে শুধু ক্ষমতার রেখায়
আবছা করে দিয়েছিল বর্গাকার অন্য পৃথিবী
ধুলোর মানচিত্রেই তো কথা বলে
পৃথিবীর যাবতীয় পরিশ্রমী মুখ
আবছা পৃথিবীই প্রগাঢ় হয় চারদেওয়াল জুড়ে
কথা বলে আন্দোলিত দু'বাহুর ঝড়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন