বুলগেরিয়ার নতুন কবিতা
রুদ্র কিংশুক
পেটজা হাইনরিখ(Petja Heinrich, 1973)
কবি, ব্লগার এবং সাইক্লিস্ট। পাখি তার ভালোবাসার আরেকটা দিক। এ পর্যন্ত তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা পাঁচ। No Poezia (না কবিতা) নামের একটি প্রখ্যাত নতুন কবিতা ম্যাগাজিনের তিনি প্রধান সম্পাদক। তাঁর কবিতা নিরীক্ষাপ্রবণ, সংবেদনশীল এবং দার্শনিকতা মন্ডিত । তার কবিতার ভেতরে আছে বহু চলাচল এবং মুক্ত পরিসর। সাহিত্যকর্মের জন্য তিনি একাধিকবার পুরস্কৃত হয়েছেন ।
১. কীসের জন্য সমুদ্র
যদি কেউ না থাকে
তাকে নিয়ে ভাববার
তার লবণ লবণ চেখে দেখার এবং ফেরাতে
বাতিল তিমিদের
সহজে আক্রান্ত এবং ছোটো হতে
একটা ঝড়ো বাতাস উড়িয়ে নিতে পারে
একটা ঢেউ তাকে ঢেকে ফেলতে পারে সম্পূর্ন
আর ভাসিয়ে নিয়ে যায়
তবে কী জন্য এসব
যদি কেউ না থাকে কাছে
তাহলে সমুদ্র ঝুলে থাকবে তোমার ছোট্ট আঙুলে
২. আমি চিনতে শিখেছি
সবজে মাথা হাঁসেদের থেকে সারসের উড়ান
উঁচু আকাশে যা সহজ কাজ নয়
এই দক্ষতায় আমি যা হোক করে জীবন চালাবো
৩. অবস্থার ব্যাখ্যা না হওয়া পর্যন্ত স্থগিত
আমাকে স্বীকার করতেই হবে
তোমাকে ভাবতে ভাবতে আমি ক্লান্ত
যখন আমি কেনাকাটা করি, বাসের জন্য অপেক্ষা
যখন আমি পড়ি অথবা ঘুমিয়ে পড়ি
অথবা মাঠে হাঁটি
তখন প্রতিটি পাখি
তোমার দৃষ্টিতে আমাকে দেখে অন্ধ অনুরাগে
আর আমাকে পাঠায় ভেদযোগ্য সংকেতগুলো
ভালো
আমি মনে মনে বলি
যদি সে বাঁয়ে ওড়ে
এটা সত্যি
আর সেটাই করে
যদি আগুনপোকা আবার লুকায়
আগস্টে গত বছরের ঝোপে
তার মানে তুমি আমায় ভালোবাসো
আর যেহেতু এখন এপ্রিল
আমি ভেবে চলি কর্তব্য হিসাবে
কমপক্ষে যতদিন না গ্রীষ্ম ফুরিয়ে আসে
বেশ সুন্দর।
উত্তরমুছুন