অধিকার
ইয়াসিন খান
শূন্যতায় ডুবেছে ভুবন
অসহায় প্রকৃতি জীবন
ছুঁয়েছে বোধ মাটি
অঙ্কুরের পরিচয় ফাঁকি
জলের সিঁড়ি ভেঙে
আঁকা বাঁকা পথে
কত শত চিন্তা
উদয় হওয়ার আশংকা
সহবত শিখে ছুটি
বাতাস ঢেউ টুটি
না-মানুষের অধিকার
জাল কথা বিস্তার
বাঘেরা খেয়ালে বেঁচে
দিগন্তে বারুদের গন্ধ
অভিশাপ ভরে দুর্বলেরে
অধিকার দান করে অন্ধ
পথে পথে সাহিত্যে ডুবে
অধিকার ক্রন্দন
শানিত শান্তি তত্ত্ব ভাঙতে মত্ত
কর্তব্য বলয়ে অধিকার
মানবের কাছে প্রার্থনা
হৃদয় ভরে সত্য অনুভব
অধিকার জুড়ে স্বাস্থ্য
ও মৌলিক বোধ জাগরিত হোক্
ইয়াসিন খান
শূন্যতায় ডুবেছে ভুবন
অসহায় প্রকৃতি জীবন
ছুঁয়েছে বোধ মাটি
অঙ্কুরের পরিচয় ফাঁকি
জলের সিঁড়ি ভেঙে
আঁকা বাঁকা পথে
কত শত চিন্তা
উদয় হওয়ার আশংকা
সহবত শিখে ছুটি
বাতাস ঢেউ টুটি
না-মানুষের অধিকার
জাল কথা বিস্তার
বাঘেরা খেয়ালে বেঁচে
দিগন্তে বারুদের গন্ধ
অভিশাপ ভরে দুর্বলেরে
অধিকার দান করে অন্ধ
পথে পথে সাহিত্যে ডুবে
অধিকার ক্রন্দন
শানিত শান্তি তত্ত্ব ভাঙতে মত্ত
কর্তব্য বলয়ে অধিকার
মানবের কাছে প্রার্থনা
হৃদয় ভরে সত্য অনুভব
অধিকার জুড়ে স্বাস্থ্য
ও মৌলিক বোধ জাগরিত হোক্
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন