কিছু বই কিছু কথা । নীলাঞ্জন কুমার
পুনরায় জ্বলে না পোড়াকাঠ । প্রাণজি বসাক । আন্তর্জাতিক প্রকাশন । আশি টাকা ।
' আমার বুকের তলায় ইচ্ছেরা হাত দাও প্লিজ ' কিংবা
' অনন্ত অপেক্ষার শেষে পায়ে পায়ে রাত্রি আসে । '-র মতো পংক্তি যেখানে পাওয়া যায়, সেখানে কবিতা পড়ার স্বাদ ভিন্নতর হয় । কবি প্রাণজি বসাক বহুদিন এ বঙ্গের বাইরে, এখানের সংস্কৃতি থেকে তাঁর প্রতিদিনের সংস্কৃতি আলাদা, তবু যেভাবে তিনি বাংলা কবিতাকে জড়িয়ে বেঁচেবর্তে আছেন তা দেখে বিস্মিত হতে হয় । তাঁর কাব্যগ্রন্থ ' পুনরায় জ্বলে না পোড়াকাঠ ' -এ তিনি দেখিয়েছেন কবিতাকে কিভাবে নিজের মতো করে নিজের সঙ্গে মেলাতে হয় । সে কারণে তাঁকে লিখতে দেখি: ' একটা দুরন্ত হরিণ ছুটে যায় রোদ্দুর সরিয়ে/ ক্যানভাসে গতিপথ আর খামে ভরা মনখারাপ ।' নয়তো, 'আলগা শরীরে শ্রেষ্ঠ কবিতার মতন তুলে রাখি- ' -র মতো বারবার পড়ে ফেলার মতো পংক্তি ।
প্রাণজি বসাক লিখছেন অনেকদিন । তার কবিতার বোধ ও কাঠামো আরো সমৃদ্ধ হচ্ছে ।তবে বোধের দিকে আরো সমৃদ্ধি চাই ।
সার্বিক কবিতার সামনে দাঁড়ালে তার কবিতার জন্য একটা বিশেষ চাহিদা গড়ে তোলার যে দিক আছে তা আরো বাড়াতে হবে তাঁকে । ভালোর আর ভালো থাকে , আরো ভালোর আরো আরো ভালো থাকে । কবি সেই ভালোর পথে যান এই কাম্য । রবিশেখর পালের প্রচ্ছদ বড় বেশি রিয়ালিস্টিক । কবির কবিতা এত রিয়ালিস্টিক নয় যা স্রেফ ক্যামেরা হয়ে যাবে ।
পুনরায় জ্বলে না পোড়াকাঠ । প্রাণজি বসাক । আন্তর্জাতিক প্রকাশন । আশি টাকা ।
' আমার বুকের তলায় ইচ্ছেরা হাত দাও প্লিজ ' কিংবা
' অনন্ত অপেক্ষার শেষে পায়ে পায়ে রাত্রি আসে । '-র মতো পংক্তি যেখানে পাওয়া যায়, সেখানে কবিতা পড়ার স্বাদ ভিন্নতর হয় । কবি প্রাণজি বসাক বহুদিন এ বঙ্গের বাইরে, এখানের সংস্কৃতি থেকে তাঁর প্রতিদিনের সংস্কৃতি আলাদা, তবু যেভাবে তিনি বাংলা কবিতাকে জড়িয়ে বেঁচেবর্তে আছেন তা দেখে বিস্মিত হতে হয় । তাঁর কাব্যগ্রন্থ ' পুনরায় জ্বলে না পোড়াকাঠ ' -এ তিনি দেখিয়েছেন কবিতাকে কিভাবে নিজের মতো করে নিজের সঙ্গে মেলাতে হয় । সে কারণে তাঁকে লিখতে দেখি: ' একটা দুরন্ত হরিণ ছুটে যায় রোদ্দুর সরিয়ে/ ক্যানভাসে গতিপথ আর খামে ভরা মনখারাপ ।' নয়তো, 'আলগা শরীরে শ্রেষ্ঠ কবিতার মতন তুলে রাখি- ' -র মতো বারবার পড়ে ফেলার মতো পংক্তি ।
প্রাণজি বসাক লিখছেন অনেকদিন । তার কবিতার বোধ ও কাঠামো আরো সমৃদ্ধ হচ্ছে ।তবে বোধের দিকে আরো সমৃদ্ধি চাই ।
সার্বিক কবিতার সামনে দাঁড়ালে তার কবিতার জন্য একটা বিশেষ চাহিদা গড়ে তোলার যে দিক আছে তা আরো বাড়াতে হবে তাঁকে । ভালোর আর ভালো থাকে , আরো ভালোর আরো আরো ভালো থাকে । কবি সেই ভালোর পথে যান এই কাম্য । রবিশেখর পালের প্রচ্ছদ বড় বেশি রিয়ালিস্টিক । কবির কবিতা এত রিয়ালিস্টিক নয় যা স্রেফ ক্যামেরা হয়ে যাবে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন