বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০

আটপৌরে কবিতা ৩৩১- ৩৩৫ || নীলাঞ্জন কুমার || ধারাবাহিক বিভাগ

আটপৌরে কবিতা 
নীলাঞ্জন কুমার 

৩৩১

ঝাঁপানো/ ফ্রিস্টাইল/ ডুব 
     ) সাঁতার  (
কেউ আত্মরক্ষায় কেউ প্রতিযোগিতায় ।

৩৩২

মাস্ক/ সাবান/ দুরত্ব 
    ) প্রতিষেধক  (
যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ ।

৩৩৩

অফিস/ হাজিরা/ কাজ
     ) সারাদিন  (
রাতে বাড়ি ফিরে মুক্তি ।

৩৩৪

দলিল/ সম্পত্তি/ ভাগ 
     ) বাটোয়ারা  (
সমান সমান হলে স্বস্তি ।

৩৩৫

ছন্দ/ ব্যন্জ্ঞনা/ দ্যোতনা
     ) কবিতা  (
না হলে বৃথা বৃথা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...