কত সত্য জেগে রয়।
নিলয় মিত্র।
আকীর্ন চোখের গভীরে
কত বিপন্ন বিস্ময় খেলা করে
খেলা করে মানুষ হৃদয়ে,
ঘাসে, শিশিরে,নদীর জলে
প্রতিদিন কত রৌদ্র ঝরে,পূর্ণিমা,
আলাপী জিভের তরে
মমতা ভালোবাসার শ্বাস ধুয়ে
ধুয়ে
বিশ্বাস জাগিয়ে দেয় মানুষ
মানুষের অন্তরে।
সূর্যের বুকের তলে জমে ওঠে
স্বপ্ন কতো
কতো গাঢ় আকাঙ্খার আলো,
শরীরের সাধ,প্রেমের সহিষ্ণু
মুখ
প্রীত স্পর্শে জেগে থাকে কত
প্রিয় বুক।
পক্ষিণীর ঠোঁটে ঠোঁটে তৃনরা
জমা হয়
নীড়ের আয়োজনে
বুকের দুধ ঢেলে দেয় ধান
জেগে ওঠে মানবসমাজ উঠান,
মানব মানবীর নিবিড় গাঢ় শ্বাস
আস্থা পেয়ে যায় জীবন,রক্তে
নতুন আশ্বাস।
নিলয় মিত্র।
আকীর্ন চোখের গভীরে
কত বিপন্ন বিস্ময় খেলা করে
খেলা করে মানুষ হৃদয়ে,
ঘাসে, শিশিরে,নদীর জলে
প্রতিদিন কত রৌদ্র ঝরে,পূর্ণিমা,
আলাপী জিভের তরে
মমতা ভালোবাসার শ্বাস ধুয়ে
ধুয়ে
বিশ্বাস জাগিয়ে দেয় মানুষ
মানুষের অন্তরে।
সূর্যের বুকের তলে জমে ওঠে
স্বপ্ন কতো
কতো গাঢ় আকাঙ্খার আলো,
শরীরের সাধ,প্রেমের সহিষ্ণু
মুখ
প্রীত স্পর্শে জেগে থাকে কত
প্রিয় বুক।
পক্ষিণীর ঠোঁটে ঠোঁটে তৃনরা
জমা হয়
নীড়ের আয়োজনে
বুকের দুধ ঢেলে দেয় ধান
জেগে ওঠে মানবসমাজ উঠান,
মানব মানবীর নিবিড় গাঢ় শ্বাস
আস্থা পেয়ে যায় জীবন,রক্তে
নতুন আশ্বাস।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন