রবিবার, ২১ জুন, ২০২০

বুলগেরিয়ার নতুন কবিতা || রুদ্র কিংশুক || বীণা কালস্ -- এর কবিতা

বুলগেরিয়ার নতুন কবিতা
রুদ্র কিংশুক
বীণা কালস্ -- এর কবিতা


বীণা  কালস্ (Bina Kals, 1967) - জন্ম  বুলগেরিয়ার বুরগাস শহরে। বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ারিং বিষয়ে তিনি লেখাপড়া করেছেন। সম্প্রতি তিনি পাঠ নিয়েছেন থিওলজি বা ধর্মতত্ত্বে। পেশায় তিনি কমিউনিটি অর্গানাইজার এবং কালচারাল  লিয়েজোঁ।এ পর্যন্ত প্রকাশিত হয়েছে তাঁর দুটি কাব্যসংগ্রহ। তারমধ্যে ২০১১- তে প্রকাশিত টঙয়েল্ভস আওয়ার অব সন্তরিনি একটি বিশেষ সাহিত্য পুরস্কারে পুরস্কৃত।

১.
ঈশ্বরকে করা সুপারিশ

ঈশ্বর তুমি যদি আবার আমাদের মধ্যে জন্মাতে
 তুমি কি মনে করো আমরা তোমায় চিনতে পারতাম

শুধু আস্তাবলে হাজির হয় না
কারণ মিডিয়া তা কাভার করবে না

 যদি তুমি ভেবে থাকো আবার আমাদের খাওয়াবে
দু টুকরো মাছ আর পাঁচ টুকরো রুটি
আমাদের ভালো লাগবে কিনা সন্দেহ

তুমি জানো আমরা অনেকটাই  এগিয়েছি
 আমাদের রুটি ও মাছের টোস্ট বেশি পছন্দের
ক‍্যাভিয়ার মশলা নিশ্চিত করে ত্বকের পুনর্জন্ম আর দূর করে ফ্রি র‍্যাডিক‍্যালস

 যদি তুমি ডুবে না থাকো হতাশায়
পাঠাও একটা মাত্র তারাকে , কিন্তু সম্ভব হলে পৃথিবীর মধ্যাকর্ষণ থেকে বহুদূরে
অন্যথায় রাজনৈতিক নৈরাজ্য নেমে আসবে

 আর যদি তোমার অন্য কিছু করার থাকে
 আমাদের চোখ আবার খুলে দিও না ,তাহলেই মেল গিবসন হাজির হবে নতুন সিনেমা নিয়ে
 যাতে তোমাকে মারা হবে  চাবুক এগার মিনিট ধরে
 জানি না আমরা কীভাবে তা   সহ্য করব

২.
আসন্ন সময়ে নামে নামে

 গ্রীষ্মের ঝরনায় আমি আগাম জলে এনেছি
 মালা গেঁথেছি সুগন্ধি ঘাসের
ভেবেছি মেঘ আর দ্বীপগুলোর কথা

পাখির ডানায় এঁকেছি কবিতা
আর প্রসারিত শূন্যতা

টেরস হয়ে গেল এরস
 আসন্ন সময়ের নামে

এক ফোঁটা বৃষ্টি থেকে বৃষ্টিফোঁটা পড়া থেকে
 আমি খুলেছি অদৃষ্ট চিঠি
 তাই সমস্ত ঝিঁঝিঁপোকা আমাকে দেখে
 আর স্মরণ করে আমাকে ঠোটের উপর সূর্যালোক

আমি থাকি ভালোবাসার মুখোমুখি
 আমি বেছে নিই তিনটে জিনিস
যা আমি চাই সর্বদাই ঘটুক ঘটুক

আমার ভেতরে এতো গান আছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...