বুলগেরিয়ার নতুন কবিতা
রুদ্র কিংশুক
মানল গ্লিসেভ-এর কবিতা
মানল গ্লিসেভ (Manol Glishev, 1983) -এর জন্ম বুলগেরিয়ার সোফিয়ায়। এ পর্যন্ত প্রকাশিত তাঁর চারটি কবিতার বই:
Machines of Words 2014
Wonderful Life Project 2016
Unseasonable Observations 2018
Zybeling Chronicles 2019
কবিতা ছাড়া তিনি লেখেন ছোটো নাটক এবং প্রবন্ধ। সম্প্রতি তিনি ওল্ড ইংলিশ এপিক পোয়েমস-এর বুলগেরিয়ান অনুবাদ করছেন।
১.
ছোটো লেখা
এমন দিনগুলো স্মরণীয়---
প্রথম বজ্রবিদ্যুতছ ফুলন্ত গাছ
ছিন্নভিন্ন আলো আর অদ্ভুত ভাবনা:
আমার শেষ ঘন্টাগুলো ততো খারাপ হত না
যদি তা আসত আজকের বাতাসে।
২.
পোল্যান্ডের সেনেটকে
আমার বাবা পোল্যান্ডকে এতটাই ভালোবাসেন,
মনে হয় দেশটা যেন ঠিক তাঁর জন্যই তৈরি।
তাই কখনো কখনো আমি নিজেকে বলি
যদি পোলিশরা বাবাকে করে দিত.....ধরো রাজা
খুব ভালো হতো, পোল্যান্ডের রাজাদের খুব কম বা কিছুই করতে হতো না
শুধুই নন্দন শিল্পের পৃষ্ঠপোষকতা আর ক্যাথলিক চার্চের সম্মাননা
(আমার বৃদ্ধ মানুষটাকে তা মানাতো)
তার দ্বিতীয় পুত্র এবং খুব বেশি দায়িত্ব ছাড়া আমি যুবরাজের সব টাকা খরচ করতাম
বার আর মিউজিয়ামের ওপর প্রাসাদের চারদিকে
(আমি মতামত দিতাম পোল্যান্ড ও ইতালির মেয়েদের ব্যাপারে
কিন্তু রাজপুত্রের প্রেমিকা রাগে পাগল হতেন আমার ওপর),
আর আমি সবাইকে ভাবতে দিতাম
আমি জ্ঞানী লোক, জনগণের প্রিয়, সুন্দর যুবক
তাই আমার প্রার্থনা সেনেটের কাছে
আমার বাবাকে পোলান্ডের রাজার ঘোষণা করতে।
৩.
সবুজ পাহাড়ের দূর থেকে
হাঁটতে হাঁটতে মানুষের সুন্দর কন্ঠস্বর শুনলাম শুনলাম শুনলাম মানুষের সুন্দর কন্ঠস্বর শুনলাম শুনলাম শুনলাম
মিষ্টি কন্ঠস্বর আইরিশ কণ্ঠস্বর কণ্ঠস্বর
বাড়ি ঘর আর গাড়িঘোড়া পার হয়ে দূর থেকে,
গান পৌঁছালো আমার কাছে দূর থেকে, অনেক দূরে
পাহাড়ের ওয়েনগুসের বীণার মতো কন্ঠস্বর কন্ঠস্বর
দূর সমুদ্রের তলদেশ থেকে আসা
সবুজের গান, প্রাচীন কিছুর গান
যেকোনো কিছুর চেয়ে তরুণতর কোন কিছুর গান,
হরিণশিকারী কুকুরের গান,
বাজপাখির গান যা ফিরছে পৃথিবীতে,
আর আমি কামনা করলাম (কত তীব্র, হে ঈশ্বর)
যে সেই পাহাড় থেকে আসা কন্ঠস্বর যেন আমারই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন