রবিবার, ২১ জুন, ২০২০

মেদিনীপুর মিশন বালিকা বিদ্যালয়ে অনলাইনে যোগ দিবস পালন

মেদিনীপুর মিশন বালিকা বিদ্যালয়ে অনলাইনে যোগ দিবস পালন





নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর, ২১ জুন: আজ মেদিনীপুর মিশন বালিকা বিদ্যালয়ের উদ্যোগে অনলাইন মাধ্যমে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হল ৷ এই অনলাইন উদ্যোগে অংশ নিলেন জাতীয়স্তরের কৃতি জিমন্যাস্ট এবং বিদ্যালয়ের দশম শ্রেনির ছাত্রী অনন্যা রায়, প্রাক্তন ছাত্রী মধুরিমা সিংহ মহাপাত্র এবং বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের ছাত্রী সৃৃজিতা দত্ত ৷ উপস্থিত ছিলেন শিক্ষিকা মধুমিতা দোলই, নবনীতা মিশ্র  এবং বিদ্যালয় সচিব শুভাশিস ব্যাপারী ৷ নবনীতাদেবী বলেন,"..কোভিড-১৯ সমস্যা মোকাবিলায় গোটা দেশ লড়ছে ৷ এমতাবস্থায় বিদ্যালয় বন্ধ থাকলেও অনলাইনের মাধ্যমে পঠনপাঠন চলছে ৷ আজ আন্তর্জাতিক যোগ দিবস, যোগাভ্যাস ছাত্রছাত্রীদের ইমিউনিটি বৃদ্ধি করতে সাহাজ্য করবে, পাশাপাশি মনযোগ ও মানসিক প্রশান্তি লাভেও ফলদায়ক তাই অনলাইনের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে যোগাভ্যাসের বার্তা দিতেই আমাদের এই উদ্যোগ" ৷

২টি মন্তব্য:

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...