সোমবার, ৮ জুন, ২০২০

আটপৌরে কবিতা || নীলাঞ্জন কুমার || ধারাবাহিক কবিতা


আটপৌরে কবিতা 
নীলাঞ্জন কুমার 

২৮১

গলাবাজি/ঝগড়া /ঝামেলা 
        ) অহং  (
মানুষ উন্মত্ত হয়ে যায় ।

২৮২

পরাজয়/ ব্যর্থ/বিফল 
    ) প্রয়োজন  (
উত্তরনে নিয়ে যাবার জন্য ।

২৮৩

এক/ দুই/ তিন 
      )পা(
এগিয়ে যাওয়া পিছিয়ে যাওয়া ।

২৮৪

ভাদু/ টুসু/ ঝুমুর 
   ) গান  (
যে শুনেছে সেই বোঝে ।


২৮৫

বাহা/  দাসাই / বীর 
       )  সেরেঞ (
দুঃখ কোথায় হারিয়ে যায়! 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...