বুধবার, ১৭ জুন, ২০২০

কিছু বই কিছু কথা || নীলাঞ্জন কুমার

কিছু বই কিছু কথা  । নীলাঞ্জন কুমার

দেখা শেখার স্কুল । দেবাশিস সাহা । আলো পৃথিবী । ত্রিশ টাকা ।

কবি দেবাশিস সাহার ১ ফর্মার কাব্য পুস্তিকা ' দেখা শেখার স্কুল ' আপাতভাবে পড়তে মাত্র মিনিট দশেকের বেশি লাগার কথা নয় । তার প্রভাব থেকে যাবে বহু বহু সময় জুড়ে । পাঠকরা যদি খুঁজেপেতে  দৈবাৎ এ পুস্তিকা  পেয়ে যান ও পড়ে ফেলেন তবে বুঝবেন এর ভেতরে আছে জীবনের কতখানি সান্নিধ্য যা আমাদের ভেতর আবর্তিত হবে , যেমন: 'খিদে কে/  প্রতিপক্ষ ভেবে/  রাগে ফুটতে থাকে গরম ভাত ' (' রাগ') প্রকৃষ্ট উদাহরণ ।
       দেবাশিস সাহা র এ পর্যন্ত দশটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে, তার মধ্যে বুঝতে পারি তিনি   কিভাবে তৈরি করেছেন নিজেকে  লক্ষ্য সামনে রেখে ।  জানেন যে লক্ষ্য পেরতে হলে হার্ডল ডিঙিয়ে যেতে হবে । দেবাশিস তাই করেছে, সেজন্য লিখতে পারেন: ' অন্ধ সন্তান/ পাপে পা দিয়ে /।খুঁজে বেড়ায় ঈশ্বরের ঘর । ' (  ' ভোর ') নয়তো ' গাছেদের প্রণাম ছায়া হয়ে গড়িয়ে যায়/ মিছিলের দিকে । ' ( ' স্পর্শ ') , ' কথা বলতে বলতে/ একসঙ্গে হাঁটলে/ ছোট হয়ে যায় পৃথিবী।' ( ' কথান্তর- ৪') ইত্যাদি ইত্যাদি ।
          দেবাশিস দেখাচ্ছেন চিত্ররূপময়তার ভেতর দিয়ে মানুষের কথা বলার জোশ । যা করা কঠিন । কলাকৈবল্যবাদীদের ভেতরে মানুষকে নস্যাৎ করার খেলা চলে , তাকে তিনি জয় করেছেন । দেবাশীষ সাহার  ( গ্রন্থকার নয়) এ প্রচ্ছদটি শিক্ষিত করার মতো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...