বুধবার, ১০ জুন, ২০২০

কিছু বই কিছু কথা || নীলাঞ্জন কুমার || দহন

কিছু বই কিছু কথা।  নীলাঞ্জন কুমার


দহন ।  সুকুমার সাহা । সহযাত্রী ।চল্লিশ টাকা ।

'পান চিবোতে চিবোতে রণনেতা এলেন/ যোনির ক্ষত নাকি গভীরতা পরীক্ষা করে বললেন, /-ছবিগুলো ক্যালেন্ডারে করে জনগণের সামনে/ঝুলিয়ে দেওয়া উচিত ।' - এর মতো যে কবি কবিতা লেখেন সেই কবি আবার ' বলার কথা সময় মত/ যদি না পারো বলতে/ অদ্য লাভ হতেও পারে/ তবে, রক্ষে হয়না শেষটা । '-র
মতো কবিতা লিখতে পারে তা সুকুমার সাহার 'দহন ' কাব্যগ্রন্থ না পড়লে বিশ্বাস হতো না।  কবিতা বাছাই
নিয়ে কবির  কিছু কাণ্ডজ্ঞান থাকা উচিত বলে মনে করি । অন্তত নিজে না পারলে  কোন বিদগ্ধ কবিতা বোদ্ধাকে দেখিয়ে নিতে পারতেন তবে অহেতুক দীর্ঘ কুচ্ছিত কবিতা ছেপে পাঠককে কষ্ট দিতে পারতেন না ।
          আঁৎকে উঠি যখন পাই: ' নাচ কেতকী নাচ/ স্বপ্ন মেদুর আলতো চোখে/ আমায় একটু খ্যাচ- 'এর মতো বিভৎস কিছু এই বইটিতে । বলতে দ্বিধা নেই,  শতকরা আটানব্বই ভাগ কবিতার বই কোন মতেই কবিতার বই নয় । এইপত্রিকায় এ ধরনের বেশ কিছু কবির বই- এর সন্ধান আপনারা পেয়েছেন , যা কদর্য বইয়ের উদাহরণ হিসেবে নির্বাচিত করে মিউজিয়ামে রাখা যেতে পারে ।
          আমিত দাসের প্রচ্ছদ আদৌ কোন প্রচ্ছদ নয় ।
দহনের কবির কবিতার প্রতি মনোযোগ থাকলে তিনি ভালো লিখতে পারতেন । অন্তত এখানে উল্লিখিত প্রথম পংক্তি থেকে বোঝা যায় ।  এখন তিনি কি সে শ্রম করবেন?  এটি লাখ টাকার প্রশ্ন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...