বিশ্বদুনিয়ার নতুন কবিতা
রুদ্র কিংশুক
ইয়ানিস স্টিগাস-এর কবিতা
ইয়ানিস স্টিগাস (Yiannis Stigas, 1977)-- এর জন্ম গ্রিসের আথেন্সে। তিনি পড়াশোনা করেছেন চিকিৎসাশাস্ত্র নিয়ে এবং পেশায় তিনি একজন চিকিৎসক। ফরাসি, জার্মান, বুলগেরিয়ান সহ বহু ভাষায় তাঁর লেখা অনূদিত হয়েছে। তাঁর কবিতায় পরম্পরা-ঐতিহ্যের সঙ্গে নতুন জীবনের অনুষঙ্গের সম্মিলন ঘটেছে। স্টিগাস-এর কবিতার দৃশ্যগত নন্দনতত্ত্ব এবং পল সেলান এবং কাতেরিনা আনঘেলাকি রুকি- কবিতার সঙ্গে আন্ত:পাঠকৃতীয় মিথস্ক্রিয়া তাঁকে ইউরোপীয় পাঠকদের কাছে জনপ্রিয় করেছে। উচ্চমার্গীয় ধারণা ও দর্শনের সঙ্গে মজা-মশকরার সম্মেলনে তিনি গড়ে তুলেছেন তাঁর নিজস্ব নন্দনতাত্ত্বিক পরিসর যা যথার্থ অর্থেই উত্তরাধুনিক বা অধুনান্তিক।
১.
সরল গণিত
নৈঃশব্দ্যের চতুর্থ কিলোমিটার পৌছে
ঈশ্বর ও সূর্যের জন্য আনা পেরেক আমি ফেলে দিলাম।
সেই থেকে আমি ঘুরছি বাহুর নিচে
মহাশূন্যকে নিয়ে।
আরম্ভ করতে গেলে এটা ছিল
একটা সাধারণ ঘুমের ব্যাগ
--- তুমি জানো, তুমি ঢুকে পড়ো,
মানে তুমি স্বপ্ন দেখা শুরু করো।
এখন এটা খুব বড়ো বোর্ডিং স্কুল
মনস্তাত্ত্বিকভাবে দাহ্যদের জন্য।
যেহেতু এতসব ঘটল শূন্যকে নিয়ে
তাহলে ভাবুন কি ঘটতে পারত এক কে নিয়ে।
২.
কোমলতার অস্ত্রসজ্জিত
পালক ভর্তি
তার বুক
তার ছায়া
তার গভীর হাত
কারণ ছোটোবেলা থেকেই
সে খেলছে 'সে আমায় ভালোবাসে',
'সে আমায় ভালোবাসে না'
দেবদূতের নামানো পালক নিয়ে।
সে উত্তরের জন্য এটা করে না,
সে এটা করে তাদের কাছে রাখতে।
৩.
প্রাণায়াম
আমি উল্টে পাল্টে দিলাম আমার হৃদয়
এবং দেখলাম পাথর জন্মায়
(একটু আলোসহ )
সৌভাগ্য কঠিন হয় এবং ঘটে
যাতে পাখিরা উপরে ওঠে
এবং তখন
সূর্য তাদের খুলে দেয়
স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস চেষ্টা করো
নীলাকাশ ভেতরে নীলাকাশ বাইরে
একটা দমে সবকিছু ঘটে আবার।
আমি বলছিলাম পাথর --
সব কিছু তোমার কাছে আসে ক্ষুরের মতো
আর তুমি যদি তাকে আরো গভীরে চাও
নীলাকাশ ভেতরে, নীলাকাশ বাইরে
অভ্যাস বজায় রাখো
এই জগৎ
কখনও-না-এর সবচেয়ে করুণাঘন রূপ
কখনও-না হচ্ছিল ঘর্মাক্ত
এত গভীর ভাবে
সুন্দর কবিতা, চমৎকার অনুবাদ। অভিনন্দন কবি-অনুবাদককে।
উত্তরমুছুনThank you, Robinda.
উত্তরমুছুন