ক্ষয়
দুর্গাদাস মিদ্যা
শীতের রাতের মত চুপচাপ শুয়ে থাকি।
মনে মনে ছবি আঁকি সেই সব দিনের।
যে সব দিন ছিল রঙিন, ছিল আনন্দের।
এই যে এত বিষন্নতা প্রতিদিনের
তার থেকে মুক্তির পথ কে দেখাবে বলো
কার হাত ধরে বলতে পারি বাঁচাও বাঁচাও।
বয়ে যাওয়া নদীর গতি
যেভাবে ঘাড় ঘুরিয়ে দেখেনি কোনদিন
ফেলে আসা পথ
সেভাবেই নিস্পৃহ থাকা ভালো।
তা না হলে হতাশার কুণ্ডলী
পাক খেতে খেতে চেপে ধরে অস্থি মজ্জা সব ।
জীবনের যাবতীয় কলরব থেমে যায় এক লহমায়।
দুর্গাদাস মিদ্যা
শীতের রাতের মত চুপচাপ শুয়ে থাকি।
মনে মনে ছবি আঁকি সেই সব দিনের।
যে সব দিন ছিল রঙিন, ছিল আনন্দের।
এই যে এত বিষন্নতা প্রতিদিনের
তার থেকে মুক্তির পথ কে দেখাবে বলো
কার হাত ধরে বলতে পারি বাঁচাও বাঁচাও।
বয়ে যাওয়া নদীর গতি
যেভাবে ঘাড় ঘুরিয়ে দেখেনি কোনদিন
ফেলে আসা পথ
সেভাবেই নিস্পৃহ থাকা ভালো।
তা না হলে হতাশার কুণ্ডলী
পাক খেতে খেতে চেপে ধরে অস্থি মজ্জা সব ।
জীবনের যাবতীয় কলরব থেমে যায় এক লহমায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন