হীরক বন্দ্যোপাধ্যায় এর ১০ টি অণুকবিতা
১| সন্ধ্যা
তারপর একদিন সন্ধ্যা হয়
স্লেজপথে সূচেরা এফোড় ওফোড় হয়
২| ভাষা
. কবিতার ভাষা অভিধানে থাকে না কখনো
মানুষ ভালোবাসা ভুলে যায়
অপমান ভোলেনা কখনো
৩| ম্যাসাজের মুখ
ভ্যানিলা ম্যাসাজের পর
আলগা মাটির নীচে ফ্লাইট মিস হয়
জেব্রা পারাপার সহজ হয়ে ওঠে
৪| দ্বিতীয়া
দ্বিতীয়া থেকে সপ্তমীর দিকে যেতে যেতে
শরীরে বাউল লেগে যায়
৫| যে যার নিজের মতো বাজে
যে যার নিজের মতো বাজে
যদিও ডট কম দুনিয়া থেকে নেমে আসে
একটি গর্ভবতী পিরামিড
৬| প্রতীক্ষা অন্তহীন
জবরদখল হয়েছে সুখী মরশুম
বিষণ্নতার দিনগুলি উজ্জ্বল জিরাফের
চোখে বালিশ ভেজায়...
৭| দেরাজে রঙিন হাওয়া
সাদাকালো প্রতিপক্ষ
টিপছাপ দিয়ে ফিরছে চাবির গুচ্ছ
বেলঘরিয়া ফ্লাইওভার...
৮| ওয়েবসাইট
আমাকে ওয়ারড্রোব দাও,আমি আলমারি
সাজাবো,গূঢ় বিস্ময়ে ভূতভবিষ্যতহীন
শীর্ষাসনের চিহ্নটুকু মুছে ফেলব তখন...
৯| বিশ্বাস
চাই নি এমন বিশ্বাস যাতে ভয়ের মধ্যে
ঘুমিয়ে পড়তে হয়, চাই নি শূন্যতা, এত
রক্তপাত এতো ধ্বংস যাতে
জয়ের প্রদীপ জ্বালার আগেই
নিভে যেতে হয়......
১০| মুক্তি
যে শিশু হাত দিয়ে আকড়ে ধরছে আকাশ তার হাতে দাও রক্তজবা
হে প্রিয়ব্যাকুলতা,সবুজ টিয়া
ঝুলন্ত টবে মানিপ্ল্যান্ট আজ একটু
গেরস্থালি হোক,কষ্ট শ্রম অভিনিবেশ...
১| সন্ধ্যা
তারপর একদিন সন্ধ্যা হয়
স্লেজপথে সূচেরা এফোড় ওফোড় হয়
২| ভাষা
. কবিতার ভাষা অভিধানে থাকে না কখনো
মানুষ ভালোবাসা ভুলে যায়
অপমান ভোলেনা কখনো
৩| ম্যাসাজের মুখ
ভ্যানিলা ম্যাসাজের পর
আলগা মাটির নীচে ফ্লাইট মিস হয়
জেব্রা পারাপার সহজ হয়ে ওঠে
৪| দ্বিতীয়া
দ্বিতীয়া থেকে সপ্তমীর দিকে যেতে যেতে
শরীরে বাউল লেগে যায়
৫| যে যার নিজের মতো বাজে
যে যার নিজের মতো বাজে
যদিও ডট কম দুনিয়া থেকে নেমে আসে
একটি গর্ভবতী পিরামিড
৬| প্রতীক্ষা অন্তহীন
জবরদখল হয়েছে সুখী মরশুম
বিষণ্নতার দিনগুলি উজ্জ্বল জিরাফের
চোখে বালিশ ভেজায়...
৭| দেরাজে রঙিন হাওয়া
সাদাকালো প্রতিপক্ষ
টিপছাপ দিয়ে ফিরছে চাবির গুচ্ছ
বেলঘরিয়া ফ্লাইওভার...
৮| ওয়েবসাইট
আমাকে ওয়ারড্রোব দাও,আমি আলমারি
সাজাবো,গূঢ় বিস্ময়ে ভূতভবিষ্যতহীন
শীর্ষাসনের চিহ্নটুকু মুছে ফেলব তখন...
৯| বিশ্বাস
চাই নি এমন বিশ্বাস যাতে ভয়ের মধ্যে
ঘুমিয়ে পড়তে হয়, চাই নি শূন্যতা, এত
রক্তপাত এতো ধ্বংস যাতে
জয়ের প্রদীপ জ্বালার আগেই
নিভে যেতে হয়......
১০| মুক্তি
যে শিশু হাত দিয়ে আকড়ে ধরছে আকাশ তার হাতে দাও রক্তজবা
হে প্রিয়ব্যাকুলতা,সবুজ টিয়া
ঝুলন্ত টবে মানিপ্ল্যান্ট আজ একটু
গেরস্থালি হোক,কষ্ট শ্রম অভিনিবেশ...
ধন্যবাদ
উত্তরমুছুনদারুণ।